কালো দুনিয়াতে আপনাকে স্বাগতম

আপনি Google চিনেন?
ঐ যে http://www.google.com সাইটে গিয়ে কিছু একটা লিখলেই আপনার সামনে পুরো দুনিয়া খুলে যায়; তেমনি কালো ডার্ক ওয়ার্ল্ডেও আছে এমনই এক অন্ধকার জ্ঞান দূর্গ যার নাম Not Evil (শয়তানের রাজ্যে সবাই যেমন শয়তান নয় তেমনি ডার্ক আর ডিপ ওয়েবসাইটেও সবকিছু তো আর ভুতুরে কালো অন্ধকার নয়)।

যাই হোক এইবার সিরিয়াস হই; এই Not Evil এমনই একটা সার্চ ইঞ্জিন যেখানে আপনি গুগলের মতোই যেকোন কিছু সার্চ করলে তা পেয়ে যাবেন; তবে গুগল যেমন কেবলমাত্র সারফেস ওয়েবসাইট খুঁজে পায় এই Not Evil এর চোখ খুঁজে পায় সকল ডার্ক আর ডিপ ওয়েবসাইটের তথ্য; সোজকথাতে ডার্ক সার্চ ইঞ্জিন।
তো এই মহারতী Not Evil অনিয়ন সাইটে প্রবেশ করতে আপনাকে টর ব্রাউজার কি ভিপিএন আর আশ্রয় নিতে হবে।
কিন্তু আপনি চাইলেই নিরাপদে এবং সহজেই ভ্রমন করতে পারবেন Not Evil এর দুনিয়াতে তাও আবার এনড্রোয়েড মোবাইল দিয়েই; আপনি মিডিয়াফাইল লিংক https://www.mediafire.com/download/bnedvn7vojmexxe হতে এই অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করে ওপেন করলেই পেয়ে যাবেন Not Evil সার্চ ইঞ্জিন আর তাতে আপনি যা চান তা লিখে সার্চ দিলেই আপনার সামনে খুলে যাবে কালো দুনিয়ার আরেক জগত!

মূলত এটা অনিয়ন ওয়েবসাইট https://hss3uro2hsxfogfq.onion এর ওপর ভিত্তি করে তৈরী করা এপ্লিকেশন তবে তা তাতে ডট টু এক্সটেনশন ব্যবহার করা হয়েছে যেন তা সবাই স্বাচ্ছন্দ্যে ভ্রমন করতে পারেন।

যদিও আমি মিডিয়াফাইল লিংক দিলাম তবুও পরে যদি ডাউনলোডে প্রবলেম হয় তখন [email protected] ইমেইল করতে পারেন(ডিরেক্ট কোন অ্যাপসটি প্রয়োজন তা উল্লেখ করবেন)।

শেষটাতে এতোটুকু বলি শয়তান অন্ধকারে নয় বরং বদ্ধ হৃদয়ে থাকে তাই মনটাকে খুলে দিন আর ফ্রেশ রাখুন নিজের অন্তর!
ফেসবুকে আমাকে পেতে পারেন→ Anonymous Hacker

Level 0

আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Boss সেই একখান tune করলেন তো

    🙂
    আবির ভাই কেমন আছেন?
    আসলে এই সফটওয়ারগুলা গুগলে পাবেন না এগুলা আমারই তৈরী করা তবে উপাত্ত গুগল কিংবা অন্যান্য ইনফরমেশন হতেই গ্যাদার করা। আপনিও পড়তে থাকুন নিশ্চয় আপনিও আরো ভালো কিছু ইনভেন্ট করতে পারবেন।
    শুভকামনা রইলো ভাই

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।