ডার্ক ওয়েবসাইটের অন্ধকারে আপনিও হতে পারবেন একটা ডার্ক ওয়েবসাইটের মালিক; এ কিং অফ ব্ল্যাক ওয়ার্ল্ড!
হুমম.পুরোটাই আপনাকে আমি হাতে ধরে শিখিয়ে দিবো তবে এই Anonymous Hacker এর হাতখানা ভালোবেসেই ধরে রাখুন;হারিয়ে গিয়ে হেরে যাবেন না!
আচ্ছা এবার সিরিয়াস টপিকস নিয়ে আলোচনা করি;
সবার আগে আপনি আপনার এনড্রোয়েডে orbot এবং orfox অ্যাপস দুটি প্লে স্টোর হতে ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এবার orbot ওপেন করে "apps vpn mode" অন করে নিন এবং কানেকশন সম্পূর্ন হলে(orbot কানেক্ট করাতে সকল নোটিফিকেশন ok/active করবেন) brows ক্লিক করে আপনি orfox এ প্রবেশ করুন।
এইবার নিচের ডিরেকশন ঠিকমতো ফলো করে কাজ করুন→
http://dhoating4okcs22v.onion ওয়বেসাইটে যান> Register> user name এবং পাসওয়ার্ড বসান>ক্যাপচা পূরণ করুন> php 7.1 রাখুন> নিচের ২ টি বক্সে টিক দিয়ে মার্ক করুন> private key বক্স ফাকা রাখতে পারেন> register ক্লিক করুন।
তাহলেই পেয়ে যাবেন একটা onion ওয়েবসাইট!
এখনো কাজ শেষ হয়নি; এবার আপনার সাইটে লগিন করুন(click here to login) > file manager ক্লিক করুন> আপনার পাসওয়ার্ড টাইপ করুন> ক্লিক login> ক্লিক www file > index.hosting.html ফাইলটি টিক দিয়ে ডিলেট করুন।
ব্যাস আপনার অনিয়নসাইট হলো যাবে পুরো ডার্ক ওয়েবসাইট। আপনি আপনার ওয়েবসাইটে আপনার বিভিন্ন ফাইল আপলোড করতে পারবেন।
শুধু কি তাই.সাথে সাথে এলটা ডার্ক ইমেইল আইডিও পেয়ে যাবেন।
আচ্ছা আমি যে এতো কথা বলছি তাহলে আমার ডার্ক ওয়েবসাইট কোথায়?
আমার ডার্ক ওয়েবসাইট লিংক হলো → http://ff57c33b7m4k3wfu.onion
email→ ff57c33b7m4k3wfu.onion@dhosting4okcs22v.onion
আমার ডার্ক ওয়েবসাইটে কি আছে? সেখানে ২ টি ফাইল আছে একটি আমার নিজের পরিচিতি এবং অন্যটা হলো Red Room এর ভয়ংকর মার্ডার ভিডিও(যদিও আপনি সাধারণভাবে তা ডাউনলোড কিংবা স্ক্রিনশট নিতে পারবেন না) তথাপি আপনি টর ব্রাউজার দিয়ে ভিজিট করতে পারবেন।
আমি Anonymous Hacker আপনাদেরই মাঝেই বসবাস করা কেউ একজন; আমাকে ফেসবুকে পেতে পারেন→Anonymous Hacker
আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
orbot এবং orfox এই ২ টি এপ কি কি পারমিশন নিয়ে নিচ্ছে একটু দেখে জানাবেন ? টিউন কিন্তু খুব ভাল , কিন্তু এন্ড্রয়েড দিয়ে ডার্ক ওয়েব নিয়ে না খেলা টা ই উত্তম মনে করছি , আপনি কি বলেন ভাইয়া ?