অটোলাইক এর একটি টিউন এর পর এটি আমার দ্বিতিয় টিউন। আজকের টিউনটিতে আপনাদের যে পদ্ধতি শেখাবো তা দিয়ে ক্যান্ডি ক্রাশ, মাই টকিং অ্যান্জেলা, মাই টকিং টম, লিটল বিগ ফার্ম সহ আরো অনেক গেম হ্যাক করে দ্রুত লেভেল পার হতে পারবেন। আপনারা যারা টকিং অ্যান্জেলা গেম খেলেছেন তারা জানেন অ্যান্জেলা কিছুক্ষন খেলার পর ঘুম আসে। আর ঘুম ছাড়তে অনেক সময় লাগে বা পয়সন খাওয়াতে হয়। টকিং টমের ক্ষেত্রে একই কথা। আর ক্যান্ডি ক্রাশের ক্ষেত্রে লাইভ শেষ হয়ে গেলে পুনরায় কিছু লাইভ পেতে অপেক্ষা করতে হয়। এরকম টা বেশীরভাগ জনপ্রিয় গেমেই লক্ষ করা যায়। আর এসব ফ্যাসাদে পড়ে আমরা অনেকেই অপেক্ষা করতে বাধ্য হই। কিন্তু কতদিন এভাবে অপেক্ষা করে করে খেলবেন। তাই আমরা তৈরি করেছি এক অভিনব হ্যাকিং পদ্ধতির টিউটরিয়াল যা দিয়ে যেকোনো গেম হ্যাক করে খেলে দ্রুত লেভেল পার করা যাবে সাথে অপেক্ষাও করতে হবে না। আর এই পদ্ধতিটি হল আপনার ফোনের টাইম সেটিংস্ থেকে সময় বাড়িয়ে দেওয়া। চেষ্টা করুন না পারলে টিউটরিয়াল তো আছেই। আমরা মাই টকিং অ্যান্জেলা গেম এর উপর এ পদ্ধতি খাটিয়ে ভিডিও টিউটরিয়াল তৈরি করেছি। কিন্তু চিন্তার কোনো কারন নেই কেননা এই পদ্ধতি সকল গেমেই একই। টিউটরিয়াল দেখে নিন। ভালো লাগলে চ্যানেলে সাবক্রাইব করতে ভুলবেন না।
আমার পোস্টটি ভিডিও বস এর টিউনার পেজেও পাবেন। ভিডিও বস এর সকল আপডেট ফেসবুকেও জানতে পারবেন তাই দেরি না করে ভিডিও বস এর পেজে লাইক দিন
আমি নাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
Thanks