এইবার আপনিও হয়ে যান ফেসবুকের মালিক

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

যদিও আজকের দিনে শিরোনামের সাথে বিষয়বস্তুর মিল খুউব একটা থাকেনা; তবুও আমি কথা দিচ্ছি আমার টিউটোরিয়ালে আপনি নিরাশ হবেনা.এখন থেকেই আপনিই বাংলাদেশের নতুন জুকারবার্গ হয়ে যেতে পারবেন!
আপনি বিভিন্নভাবে সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট তৈরী করতে পারেন তবে তাতে তো কোডিং, হোস্টিং, থিম ইত্যাদি নিয়ে কত্তো ঝামেলা আবার ফেসবুকের মতোন লুকিং ফেইচ তৈরী করাও তো আহামরি সহজ কথা নয়.
আশাকরি;
সবার আগে আপনি http://www.yooco.org সাইটে যান। এরপর creat your own social network অপশনে আপনি আপনার পছন্দসই একটা ডোমেইন(আইমিন নাম আরকি) সিলেক্ট করে আপনার সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট যেমন your-name.yooco.org তৈরী করুন এবং আপনার ইমেইল দিয়ে ক্যাপচা পূরণ করে ফ্রি সাইনআপ করুন। এরপর সাথে সাথেই আপনার ইমেইলে একটা এক্টিভেশন লিংক পৌছে যাবে যেটাতে ক্লিক করে আপনি আপনার সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে এডমিন মোডে প্রবেশ করতে পারবেন এবং পছন্দমতো ডিজাইন, থিম, ফটো, ফিচার ইত্যাদি সেট করতে পারবেন।
কিছু উল্লেখ যোগ্য ফিচার→
(১) সম্পূর্ন লাইফটাইম ফ্রি আপনার সোস্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট; তবে প্রয়োজনে আপগ্রেড করারও সুযোগ আছে।
(২) আনলিমেটড মেম্বার্স এড হতে পারবেন।
(৩) পুরো ওয়েবসাইটের কনট্রোল হবেন আপনিই এডমিন; অর্থাৎ ফেসবুকে যেমন একজন জুকারবার্গের যতোটা ক্ষমতা আপনিও আপনার ওয়েবসাইটে তেমনি সর্বেসর্বা!
(৪)ফটো, প্রাইভেট ম্যাসেজিং, ইভেন্ট, ফ্রেন্ড রিকুয়েস্ট, ভিডিও, ডিসকাশন বোর্ড ইত্যাদি বিভিন্ন ফিচার পাবেন।
(৫) আজকের দিনে অনলাইন ইনকাম হলো সোস্যাল মার্কেটিং ভিত্তিক তাই নিজের একটা সোস্যাল নেটওয়ার্ক ওয়েবসাইট থাকলে নিশ্চিত আপনিও হয়ে যেতে পারবেন কালকের বিলিওনিয়র কেউ একজন.

কেমন হবে আপনার নিজের তৈরী ফেসবুক(সোস্যাল নেটওয়ার্ক) ডেমো দেখতে পারেন https://windows.yooco.org চাইলে এখানে ফ্রি একাউন্টও খুলতে পারবেন সহজেই!
বন্ধুত্বের জানালা খুলুন;হাত বাড়িয়ে বন্ধু পান!

(সফল সোস্যাল নেটওয়ার্ক সম্পর্কে পরবর্তীতে আরো টিউটোরিয়াল দেবার চেষ্টা করবো)।
ভালো থাকুন, সুস্থ থাকুন.আল্লাহ হাফেজ

Level 0

আমি অ্যানোনিমাস হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস