YouTube Monetization এর নতুন নিয়ম ২০১৮

পুরো পৃথিবীতে অনলাইনে ভিডিও দেখাব সব চেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে YouTub. ইউটিউব থেকে যারা অর্থ আয় করছেন অথবা যারা অর্থ উপার্জনের কথা চিন্তা করছেন উভয়ের জন্য YouTube Monetization এর নতুন নিয়ম করা হয়েছে।
Youtube Monetization Rules 2018বর্তমান করা YouTube এর নতুন নিয়মটি নতুনদের জন্য আয় করা অনেক কষ্ট মনে হবে, তবে যারা ভাল কনটেন্ট নিয়ে কাজ করবে তাদের তেমন কোন সমস্যা হবেনা। আসলে YouTube এ অনেক আজেবাজে ভিডিও ঢুকে পরছে যার ফলে ভিউয়ারস বিরক্ত বোধ করছে, এই কারনেই বারবার নতুন নিয়ম আসছে।

YouTube এর এই নতুন নিয়ম দেখে বুঝা যাচ্ছে, যারা YouTube এর প্রতি সিরিয়াস এবং নিজের ভালো কনটেন্ট নিয়ে কাজ করবে শুধুমাত্র তারাই প্লাটফ্রমটিতে টিকে থাকতে পারবে।

2017 সালে YouTube Monetization এর নিয়ম করা হয়েছিল যাদের চ্যানেলে ১০ হাজার ভিউ হবে শুধুমাত্র তারাই Monetization এর জন্য আবেদন করতে পারবে, কিন্তু বর্তমানের ২০১৮ সালের নিয়ম অনেকটাই পরিবর্তন করেছে YouTube Teams.
আরোঃ YouTube এর নতুন অ্যাপ, চলবে কম স্পীডে ভিডিও

YouTube Monetization এর নতুন নিয়ম ২০১৮:

। নতুন যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবে তাদের কে শেষ ১২ মাসে কমপক্ষে ৪, ০০০ ঘন্টা watch Time এবং ১, ০০০ Subscriber থাকতে হবে।

। আবেদন করার পর YouTube Team কাঙ্ক্ষিত চ্যানেলটি দেখবে সব কিছু ঠিক থাকলে Monetization চালু করে দিব।

। যারা ইতিমধ্যে আবেদন করেছেন এবং Under Review তে আছে, তাদের Channel এ ৪, ০০০ ঘন্টা watch Time এবং ১, ০০০ Subscriber হলে তখন YouTube থেকে ই-মেইল করে জানিয়ে দিবে।

। যারা ইতিমধ্যে Monetization ব্যবহার করছেন কিন্তু তাদের Channel এ শেষ ১২ মাসে ৪, ০০০ ঘন্টা watch & 1, 000 Subscriber নেই কিন্তু বিজ্ঞাপণ চলছে, তাদের Channel এ বিদ্যমান বিজ্ঞাপনগুলো 20 February 2018 পর্যন্ত চলবে, 20 February 2018 মধ্যে নতুন শর্ত পাওয়া না গেলে তাদের চ্যানেল থেকে বিজ্ঞাপণ উঠিয়ে নিবে। শর্ত পূরণ হলে পুনরায় মনিটাইজেশন চালু হবে এবং আপনাকে মেইল করে জানিয়ে দেবে।

আরোঃ যে ধরনের পাসওয়ার্ড ব্যবহার করলে আপনি বিপদে পরবেন

কঠিন বলতে কিছুই নাইরে বৎস!

অনেকেই ভাবছেন আমার ১, ০০০ Subscribe হতে হতে ১ বছর চলে যাবে, আমাকে দিয়ে কোনো দিনও সম্ভব না।
আপনাকে দিয়েই সম্ভব তবে নিজেকে কিছুটা পরিবর্তন করুন। ইচ্ছা শক্তি, কাজের প্রতি প্রবল মনোযোগ, নিজের কনটেন্ট নিয়ে কাজ করুন, নতুন কিছু করার চেষ্টা, YouTube চায় আপনি তাদেরকে নতুন কিছু করে দেখান, ইউনিক কিছু করে দেখান। YouTube এর সকল কমিউনিটি গাইডলাইন ফলো করে কাজ করুন, সফলতা আপনার কাছে চলে আসবেই।

যতটা কঠিন ভাবছেন ততটা কঠিন না, নতুন করে কাজে ঝাপিয়ে পরুন দেখবেন খুব সহজেই সফলতা আপনার কাছে মাথা নিচু করছে। মনে রাখবেন কোন কঠিন কিছু জয় করার নামই সফলতা কারণ সহজ কিছু সকলেই করতে পারে।

পোস্টটি শেয়ার করে আপনার দায়িত্ব পরিপূর্ণ করুন, এবং নতুন উদোমে কাজ করুন HAppY YouTube.

Level 0

আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস