কেমন আছেন সব্বাই?
আশা করি ভালই আছেন।
আমিও ভালই আছি।
আজকের টিউনের বিষয় কিভাবে আমরা ২ টি নিয়মের মাধ্যমে খুব কম সময়ে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পাব।
আমাদের প্রায় সকলেরি প্রায় একটা দুইটা ইউটিউব চ্যানেল আছে। আর চ্যানেল খোলা টা খুব সোজা তাই হয়ত আছে।
কিন্তু আমি বলতে পারি ১০০ এর মধ্যে ৭০ জনের ভিডিও ভিউ হয়নি। আর বাকি ৩০ জনের মধ্য থেকে ২০ জনের ভিউ আছে কিন্তু এডসেন্স নাই।
আমার আজকের টিউন ঐ ৭০ জনের জন্য যাদের টিউনে কোন ভিউ নাই।
আপনারা যদি আমার এই টিউন ভালভাবে অনুসরণ করেন তাহলে নিশ্চয়ই ভিউ পাবেন।
তো আর কথা বলতে চাইনা সরাসরি কাজে চলে যাব।
টাইটেলঃ
আমাদের প্রথমেই ভুল হয় টাইটেল দিতে কারণ যখন আমরা টাইটেল দেই তখন ইউটিউবে যেই টাইটেলটা বেশী আছে সেটাই আমরা দেই। এরকম করলে আমাদের ভিডিও ভিউ বারবে না।
তাই আমাদের এমন একটি টাইটেল দিতে হবে যা টিউবে খুব কম ইউজ হয়েছে। তাহলে আশা করি কিছু ভিউ পাবেন। আর কিভাবে বুঝবেন যে এই টাইটেল টা কত জন ব্যবহার করেছে তার জন্য আপনারা Desktop ভার্সনে সার্চ করে দেখবেন উপরেই লেখা আছে।
আর টাইটেল টা দিবেন আপনি যেই বিষয়ে ভিডিওটা দিবেন সেই টার টাইটেল ইউটিউবে সার্চ দিবেন।
প্রথম ১০ জনের ভিডিও টাইটেল্টার অনুসরণ করে আপনার ভিডিও টাইটেল দিবেন।
ট্যাগঃ
এটা একটা গুরুত্ব পূর্ণ বিষয়।
কারণ ট্যাগ ছাড়া আপনার ভিডিও কেউ সার্চ করে পাওয়া সম্ভব হবে না।
তাই আমাদের ভিডিও ট্যাগ বসাতেই হবে।
আর ট্যাগ আমরা যদি নিজেরা বসাতে না পারি তাহলে আমরা কপি করে নিব।
ভাল থাকুন সুস্থ থাকুন আর টেকটিউনস সাথেই থাকুন।
আর এরকম টিউন পেতে ও শেয়ার করতে আমাদের সামর্থন করুন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, টেকটিউনস এর সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে।
আমি বিক্রম জিৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনেস আমি নতুন ! শিখতে এবং শেখাতে এসেছি......