ছোট উদ্যোক্তাগণ ব্যবসার জন্য স্থান নির্বাচন করবেন যেভাবে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

ব্যবসার জন্য স্থান নির্বাচন, বিজনেস প্লানের গুরুত্বপূর্ণ অংশ ৷ স্থানের উপর ভিত্তি করে আসে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রসঙ্গ ৷ কাজেই কোনভাবেই এটিকে ছোট করে দেখা উচিত নয় ৷

কিছু উদাহরণের মধ্য বিষয়টি সম্পাদনা করা যাক ৷
মনে করুন; আপনি বই বাঁধানোর ব্যাবসার কথা ভাবছেন কোথায় দিবেন, কিভাবে দিবেন সে জায়গায় আপনার ব্যবসা চলবে কি না, এই নিয়ে ভাবতে ভাবতেই মাস চলে যায় ৷ অথচ দেখুন! এখন আর অনেকগুলো বই নিয়ে বাঁধানোর জন্য দোকানে যেতে হয় না ৷ গেলেও খুব কম, তবে মূল কথা ভোক্তার তুলনায়, উৎপাদকের ভূমিকাটা বেশি থাকে, অর্থাত সে নিজেই ভোক্তা খুঁজে আনে ৷

আমার পাঠাগারের বেশকিছু বইয়ের মলাট ছিড়ে গেছে, (প্রতি মাসেই এরকম হয় কারণ এটা সবার জন্য উন্মুক্ত) ৷ আমি কখনো বই বাঁধাইয়ের দোকানে নিয়ে যাইনি, এখানে সময়ের অভাবটা বড় করে দেখছি ৷ কিন্তু আনন্দের কথা একটি ছেলে আছে, সে আমার এলাকায় সপ্তাহে একদিন আসে, আমার পাঠাগার থেকে কিছু বই নেয়, তারপর এলাকার যে স্কুল কলেজগুলো আছে তাদের থেকেও বই সংগ্রহ করে ৷ আমি তাকে জিজ্ঞেস করাতে বল্ল, এলাকার আরো কিছু বই পোঁকাদের সাথে ভালো সম্পর্ক ৷

KAB-BD FORUM বিনামূল্যে রেজিস্টেশন

একদিন সময় করে তার সাথে আলাপ করলাম; এই ব্যবসায় বিশেষ কোন পরিশ্রম নেই, আঠা, কাটার, কাগজ কিনতে বেশি টাকা যায় না, সামান্য খরচ বাদে, সবটাই লাভ থাকে ৷.সে কাজগুলো ঘরে করে, আলাদা কোন রুম/দোকান নয় ৷

লক্ষ করুন! এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সে কাজগুলো ঘরে করার ফলে রুম বা দোকান ভাড়া দিতে হয় না ৷ এবং সময়তে ঘরের মানুষও সাহায্য করে, ব্যবসার জন্য অধিকাংশ ক্ষেত্রে টার্গেট থাকবে নিজের ভেতর ঢুকানো, সবসময় পুঁজি নির্ভর হবেন না ৷ এমন আরো কিছু ব্যবসা আছে যা আপনার ফেলে রাখা রুমটা পরিষ্কার করে সেখানেই আরম্ভ করতে পারেন! যেমনঃ স্যানিটারি ন্যাপকিন, কোচিং সেন্টার, বিউটি পার্লার, টেইলারিং, (ঘরোয়াট নার্সারি ইত্যাদি ৷ মানুষ কি ভাবলো সেটা নিয়ে চিন্তা করবেন না, কারণ কারো সফলতার ভাগ অন্যদের দেয় না ৷ উদাহরণ সমাপ্ত ৷

আরো সহজ করে বল্লে এমন হবে ৷
আপনার ব্যবসার ধরন অনুযায়ী স্থানের কথা ভাবতে হবে, যাতে সহজেই উৎপাদনের যন্ত্রপাতি ও কাঁচামাল আনয়ন করতে পারেন, এবং পণ্যের অর্ডার হলে ডেলিভারি দিতে বেশি দেরি না হয় ৷ যদি আপনি বেকারি বা কারখানা দিতে চান, এজন্য বিশেষ কোন ঐরান জায়গায় নির্ধারণ করা উচিত যেখানে লোক সমাগম কম ৷

ব্যবসার শুরুতে আগে ঘরের কথা ভাববেন, যে জিনিসটা আপনার কিনতে হবে সেটা কি ঘরে মজুদ আছে কি না, যদি থাকে পুরোনো হলেও সেটা দিয়ে চলুক ৷ ছোট ব্যবসার ক্ষেত্রে আগে ঘরকে গুরুত্ব দিবেন ৷ উপরে জানতে পারলেন কিকি ব্যবসা ঘরে করা যায়, তাছাড়া আরো কিছু আইডিয়া আছে, যা উপস্থিত করা হয়নি ৷

KAB-BD FORUM বিনামূল্যে রেজিস্টেশন

লেখকের কথাঃ
খুব ছোট করে হলেও জানানো সম্ভব হলো, ব্যবসার ক্ষেত্রে স্থান নির্বাচনের ভূমিকা কেমন থাকা উচিত, তবুও বিস্তরভাবে জানতে হলে অবশ্যই কম্মেন্ট করবেন ৷ আপনার সফলতা আশা করি, কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী ৷

Level 0

আমি কামাল আহমেদ বাগী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নাধীন, চরপক্ষিয়া গ্রামে, ৫ই শ্রাবণ ১৪০৫ বঙ্গাব্দে যশশ্রীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ বাবা মফিজুল হক একজন স্বনামধন্য ব্যাবসায়ী, মা মরিয়ম বেগম গৃহিণী, তিন ভাই, ও তিন বোনের মধ্য তিনি সবার ছোট ৷ —সংক্ষিপ্ত কামাল আহমেদ বাগী'র "রোমান্টিক কবিতা" এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন, ধন্যবাদ ৷ www.kabbd.net


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস