উদ্যোক্তা হতে হলে মূলধন প্রয়োজন ৷ মূলধন ছাড়া কোন ব্যবসাকে ব্যবসা বলা হয় না, সেটি অন্যকোন পেশা বা কাজের ভেতর পরে ৷ অনেকে উদ্যোক্তা হতে চায়, তাদের মূলধনের শক্তি কম, আরো কিছু টাকা হলে, হয়তো উন্নয়ন করা যেতো ৷ আবার কেউ সুদে ঋণ নিয়ে ব্যবসা করতে চায় ৷ সুদের বিষয়টা সর্বজনীন হয়ে গেছে, বর্তমানে ১০, ০০০ টাকা সুদে নিলে প্রতিমাসে ১, ০০০ টাকা সুদ দিতে হয় ৷
আমার কাছে একটি বিষয় যৌক্তিক মনে হয়, নতুন কোন উদ্যোগ বা কাজে নামলে নিজেকে সবধরনের চিন্তা থেকে মুক্ত রাখা উচিত ৷ ব্যবসায় মুখ্য ভূমিকা থাকে প্লানিং করা ৷
একটি সুষ্ঠ প্লান, অবাধ মস্তিষ্ক থেকেই উৎপন্ন হওয়া সম্ভব ৷
সুদে ঋণ নেয়াকে পিছুটানের তুলনা করলে ভুল হবে না ৷
ব্যবসাটা হলো একধরনের প্রতিযোগীতা, এখানে আপনি জিতবেন না হারবেন সেটা নির্ভর করে আপনার প্রস্ততির উপর ৷ ব্যবসার মূলধনকে বাহনের সাথে তুলনা করা যায়, আপনার বাহন ত্রুটিযুক্ত হলে অর্থাত্ ঋণ বা কর্য থাকলে হেরে যাওয়াই স্বাভাবিক ৷
KAB-BD FORUM বিনামূল্যে রেজিস্টেশন
আমার দেখা বেশকিছু ঘটনা আছে, যারা ব্যবসার শুরুতে সুদে অর্থ নিয়েছিল ৷ তাদের মধ্য কেউ পাওনাদারের টাকার বদলে সরঞ্জাম দিয়েছে, কেউ সরঞ্জাম বিক্রি করে ঋণ পরিশোধ করেছে, আবার টাকা না দিতে পেরে এলাকা ছেড়েছে ৷ এগুলো হলো বাস্তব কথা ৷
অনেকে মনে করে ব্যবসায় নামলেই লাভ হবে, এটা তাদের ভুল ধারণা ৷ ব্যবসায় নামলেই লাভ হবে এর কোন নিশ্চয়তা নেই, যদি লস হয়? হতেও পারে কারণ ব্যবসা মানে লাভ লসের খেলা, ব্যবসা যদি লসের দিকে যায় তখন কি করবেন?
উপরে বলেছি সুস্থ্য মস্তিষ্কের কথা, একটি ভালো মস্তিষ্ক অনেক কিছুর জন্ম দিতে পারে, এবং একটি খারাপ মস্তিষ্ক নিজের চিন্তা-চেতনা ও সৃজনশীলতাকে নষ্ট করে দেয় ৷ মস্তিষ্ক খারাপ হয় নানাবিধ চিন্তা ও পেরেশানির ফলে,
আর ঋণ নিয়ে ব্যবসা করলে, সুদের চিন্তার থেকে বড় চিন্তা আর কিছুই নেই ৷ বিষয়টা পরিষ্কার হয়েছে মনে হয় ৷
ব্যবসার শুরুতে যা করণীয়ঃ
আমি বলবো সুদে টাকা নিয়ে ব্যবসা করার চিন্তা বাদ দিন, লাভের একটি বিশেষ অংশ যদি অন্যকে দিতে হয়, সেটা শেয়ার-পার্টনার বা কর্মী ব্যবসার সাথে তুলনা করা যায় ৷ কর্মীর ভূমিকা হলো অধনস্ত হিসেবে উপরি পাওয়া ৷ তার থেকে অন্যের কাজ করাই ভালো, কোন চিন্তা থাকে না ৷
তাই নতুন ব্যবসার জন্য পুঁজি সঞ্চয় করতে প্রয়োজনে অন্যের কাজ করুন, তবুও ঋণ নিবেন না ৷
ব্যাংক ঋণ বা উদ্যোক্তা ঋণ এগুলো একটু ভিন্ন জিনিস, অনেক ব্যাংক আছে নতুন উদ্যোক্তা (বিশেষ করে মহিলাদের জন্য) বিনা সুদে ঋণ দিয়ে থাকে ৷ আমি বলবো তবুও ব্যাংকের দারস্ত না হন, প্রথমে আপন পরিবারের প্রতি যত্ন নিন ৷ নতুন উদ্যোগকে সবাই স্বাগত জানায় ৷ এবং পরিবারের সবাই অংশগ্রহণের চেষ্টা করে ৷ তাদের থেকে অর্থ ধার নিতে পারেন, বাবা মায়ের সাথে বিশেষ পরামর্শ করুন, তারা আপনাকে সাহায্য করবে ৷
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা
একান্ত বাধ্য হলে কিছু দাতা সংস্থার দিতে যেতে পারেন যেমনঃ আইডিএলসি, এলজিইডি, এসএমসিএস, পিএডি, এলআইএম, এলটিআর, এসএমই, জিজেইউএস ৷ ইত্যাদি
এগুলো হলো নামকরা সংস্থা যারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকে ৷ বিশেষ করে মহিলাদের জন্য এরা বেশি আগ্রহী ৷ যা হোক এভাবে খুঁজে দেখতে পারেন, যারা বিনা সুদে বা সামান্য শর্তে ঋণ সহায়তা দেয়, তাদের সাথে আলাপ করুন ৷ তবে পরিবার-বন্ধুবান্ধব ও আত্তিদের চেষ্টা আগে করবেন ৷
লেখকের কথাঃ
আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন, ব্যবসার ক্ষেত্রে বাহ্যিক (সুদ ভিত্তিক) ঋণ নেয়া উচিত নয় ৷ উপরোক্ত বিষয়গুলো অনুসরণ করলে কিছুটা হলেও সহজ হতে পারে ৷ আরো বিস্তরভাবে জানার জন্য, অবশ্যই কম্মেন্ট করবেন আমি বলে দেবো ৷ আপনার উদ্যোগ সুন্দর হোক ৷ কৃতজ্ঞতায়ঃ কামাল আহমেদ বাগী ৷
আমি কামাল আহমেদ বাগী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নাধীন, চরপক্ষিয়া গ্রামে, ৫ই শ্রাবণ ১৪০৫ বঙ্গাব্দে যশশ্রীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ বাবা মফিজুল হক একজন স্বনামধন্য ব্যাবসায়ী, মা মরিয়ম বেগম গৃহিণী, তিন ভাই, ও তিন বোনের মধ্য তিনি সবার ছোট ৷ —সংক্ষিপ্ত কামাল আহমেদ বাগী'র "রোমান্টিক কবিতা" এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন, ধন্যবাদ ৷ www.kabbd.net