GIF এর ইতিহাস জানুন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আজকাল GIF FORMATE IMAGE চিনেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা ইন্টারনেট চালায়। আপনারা হয়ত লক্ষ্য করেছেন অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপণ, ই-মেইল সিগনেচার ও নানান সমাজিক যোগাযোগ মাধ্যমে GIF এর ব্যবহার। প্রথম দিকে ইন্টারনেট চলত মোডেম দ্বারা যার স্পিড ছিল খুবুই ধীর গতীর। ভিডিও দেখার কথা ভাবা ছিল তখন দুঃসাহস দেখানো। বিনোদন যখন দরকার কি করা যায় এমন অবস্থায়? সেই চিন্তা থেকেই GIF আসার ধারণা এবং পরবর্তিতে GIF এর আবিষ্কার। GIF ফাইল আসার পর ইন্টারনেট স্পিড নিয়ে চিত্রটা অনেকটাই কমে যায়। এরি সুবিধা হিসেবে এখন আমরা দেখার সুযোগ পাচ্ছি খুব অল্প সময়ের Animation।

আমরা যদি GIF এর আদ্যক্ষর দেখি তাহলে তার মানে দাঁড়ায় "Great Internet Fun"। কিন্তু পরবর্তিতে এর পরিপক্ক রুপ দাঁড়ায়  "graphics interchange format"। আমরা GIF নিয়ে কথা বলতে গেলে যার কথা আসবে তিনি হচ্ছেন Steve Wilhite যিনি কর্মরত ছিলেন Compuserve কোম্পানিতে একজন লিডিং ইঞ্জিনিয়ার হিসেবে। তিনি এবং তার টিম মিলে ১৫ জুন, ১৯৮৭ সালে প্রথম GIF ফাইল বানাতে সক্ষম হন।

প্রথম GIF ফাইলটি ছিল সাদা কালো রঙ দিয়ে। এবং প্রথম GIF টি ছিল ৮ বিটের। পরবর্তিতীতে ২৫৬ টি রং যুক্ত করা হয়।

Compuserve কোম্পানি GIF বানানোর পর কিন্তু তা পাবলিকলি ছাড়েনি প্রথম দিকে। পরিবর্তিতে Compuserve  এবং Unisys এই দুইটি কোম্পানি মিলে একটি চুক্তি করে। যাতে থাকে GIF শুধু তাদের অনুমতি নিয়েই কমার্শিয়াল ভাবে ব্যবহার করা যাবে, কিন্তু বিনিময়ে  কিছু টাকা দিতে হবে। এই  চুক্তিটি ১৯৯৪ সাল পর্যন্ত চলে। পরবর্তিতে Compuserve কোম্পানি ১৯৯৮ তে বিক্তি হয়ে যায় AOL এর কাছে। এর পরেই AOL GIF কে Publicly ছেড়ে দেয় সম্পূর্ন বিনিময়ে।

আমি তরিকুল ইসলাম একজন টেক লেখক
আমাকে পেতে ফেসবুকে
এবং টুটারে

Level 0

আমি তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

" ক্ষুধার্ত থেকো বোকা থেকো " স্টিভ জবস আমি বোকা মানুষ জ্ঞান আরোহণ করে বেড়াই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস