গুগল সম্পর্কে জানা – অজানা এবং মজার কিছু তথ্য

ইন্টারনেট ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিন গুগল (Google) সম্পর্কে কম বেশি জানেন না তা তো হবার নয় ৷ হয়তো এই আর্টিকেলটি পড়তেও আপনি গুগল করেই এসেছেন ৷ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিনের হাতে তাঁদের গবেষণা প্রকল্প হিসেবে গুগলের যাত্রা শুরু হয়েছিল ৷  চলুন একনজরে দেখে নেয়া যাক গুগল সম্পর্কে জানা-অজানা এবং মজার কিছু তথ্য :-

১.  গুগল (Google) নামটির উৎপত্তি হয়েছে মূলত গাণিতিক শব্দ ‘googol’ থেকে যেটির মানে হচ্ছে টেন টু দি পাওয়ার একশো। অর্থাৎ ১ এর পেছনে ১০০ টি ০ থাকবে।

ব্যাপারটা এরকম
10, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, ­000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, 000, ­000, 000, 000, 000, 000, 000, 000, 000


২.  গুগল আপনাকে সঠিক তথ্যটি খুঁজে বের করতে সাহায্য করলেও গুগল (Google) শব্দটি নিজেই একটি ভুল শব্দ ৷ দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন তো বাইনারী কোড সম্বলিত googol ই রাখতে চেয়েছিলেন ৷ সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণের ঠিক পরের বছর অর্থাৎ ১৯৯৭ সালের ১৫ই সেপ্টেম্বর গুগল ডট কম নামে একটি ডোমেইন নিবন্ধন করেন। তাঁরা যে ডোমেইনটি নিবন্ধন করতে চেয়েছিলেন সেটি না হয়ে ভুলবশত নিবন্ধিত হয় Google নামে। এ নিয়ে অবশ্য তখন তাঁরা খুবই মনোকষ্টে ভোগেন। পরবর্তীতে ভুল নাম নিয়েই এগিয়ে চলেন ৷

৩. প্রথম দিকে গুগলের কর্মী দুই জন প্রতিষ্ঠাতাই ছিলেন কেবল। সেকারণে তারা লাঞ্চে যাওয়ার সময় হোমপেজে লিখে রেখে যেতেন, ‘সের্গেই এবং ল্যারি এখন দুপুরের খাবার খাচ্ছে তাই কোন ধরনের যান্ত্রিক ত্রুটি সমাধান সম্ভব নয়। অনুগ্রহ করে অপেক্ষা করুন। ’

 ৬.  এমনকি শুরুতে গুগলের সাইটে কোন সার্চ বাটন ছিল না, যা সার্চ করবেন তা লিখে ‘Enter’ চাপতে হত। অদ্ভুত মনে হলেও সত্যি গুগল এর ফাউন্ডাররা সার্চ বাটন ডিজাইন করতে জানতেন না।

৭. গুগলের হোমপেজ প্রথম থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন ; এতে খুব বেশি সেকশন/কনটেন্ট দেয়া হয়নি। কারণ তখন সাইটটির প্রতিষ্ঠাতারা এইচটিএমএল (ওয়েব ডিজাইন ল্যাংগুয়েজ) কোডিংয়ে অতটা দক্ষ না থাকায় তারা একে সাধারণভাবে রেখে দেন। পরবর্তীতে গুগল প্রসার লাভ করার পরেও এই পরিচ্ছন্ন সাধারণ চেহারাই রেখে দেয়া হয় ৷

১০.  ভুল বানানে গুগল খুঁজলেও কোন সমস্যা নেই। সাধারণত কোন কিছু লিখতে গিয়ে আমরা ভুল করে থাকি, আর এ বিষয়টা মাথায় রেখেই সেই ডোমেইন গুলো কিনে রেখেছে গুগল। যেমন gogle.com, gooogle.com বা googlr.com যাই লিখুন না কেন Server Not Found দেখাবে না ৷

 ১১. গুগল তার নামের আশেপাশে প্রায় ৫০০০০ নাম কপিরাইট করে রেখেছে। Google এর কম্বিনেশন করে যতগুলো দেখতে মানানসই নাম পাওয়া যায় তার সবগুলোই গুগল কিনে রেখেছে। শুধু নামই নয় ‘Google’ তার বানানের সব গুলো অক্ষরও কপিরাইট করে রেখেছে।

এই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি অজানা রহস্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস