শাওমির গ্লোবাল ফোরামে চলছে MIUI Fans of The Year কনটেস্ট

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

শাওমি'র (Xiaomi) মোবাইলের নাম শোনেনি এমন লোক প্রযুক্তি বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর। যারা মূলত পরিচিত সল্প মূল্যে প্রযুক্তিকে সবার কাছে পৌছে দেওয়ার জন্য। স্মার্টফোনের মাধ্যমী পরিচিতি লাভ করলেও বর্তমানে দৈনিন্দিন জীবনে ব্যবহৃত প্রায় সকল ডিভাইসই তৈরি করে চায়নাভিত্তিক এই কোম্পানী। দামের সাথে প্রডাক্টের মান বজায় রাখার কারণে খুব কম সময়েই অনেক ব্যবহারকারী পেয়েছে কোম্পানীটি। তবে শুধু দাম কিংবা কোয়ালিটির জন্যও নয়, ইউজারদের মতামত কে প্রাধান্যতা দেওয়ার কারণেও অনেক সুনাম আছে এই কোম্পানীটির।

শাওমি পন্যের ব্যবহারকারিদের জন্য একটি ফোরাম রয়েছে। যা MIUI Forum. নামে পরিচিত। সেখানে শাওমির গ্যাজেট প্রেমিরা প্রতিনিয়ত মুখিয়ে থাকে নতুন নতুন প্রডাক্টের নিউজ, আনবক্সিং, রিভিউ, ফার্মওয়্যার আপডেট ইত্যাদি থ্রেডের জন্য।
শুধু তাই নয়, ইউজার রা এই ফোরাম থেকে বিভিন্ন সমস্যার সমাধানও পেয়ে থাকেন। ফোরাম পরিচালনার জন্য আবার রয়েছে শ'দুয়েক স্পেশাল টিম মেম্বার। তারাই মূলত ব্যবহারকারীদের জন্য অফিশিয়াল থ্রেড পাবলিশিং এবং বিভিন্ন তথ্য ও সহায়তা দিয়ে থাকেন। (এবং সেই টিমে আমাদের দেশেরও প্রায় ২০ জন ভাইয়া/আপু রয়েছেন)

এই ফোরামের মাধ্যমেই তৈরি হয়েছে  শাওমির বিশাল ফ্যানবেজ। শাওমি মূলত এই ফ্যানদের জন্যই কাজ করে। তাঁদের স্লোগানই হচ্ছে 'Just For Fans'. তাই ফ্যানদের কথা মাথায় রেখে প্রতি সপ্তাহে, মাসে কিংবা বছরে অথবা কোন বিশেষ দিবশ উপলক্ষ্যে MIUI Forum এ বিভন্ন প্রতিযোগিতার আয়োজন করে শাওমি কতৃপক্ষ।

সম্প্রতি শাওমি'র গ্লোবাল ফোরামে শুরু হয়েছে MIUI Fans of the Year কনটেস্ট।

তবে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য  শুধু যে শাওমি পন্যের ব্যবহারকারী হতে হবে এমন না। আপনার যদি ফোরামে একটি আইডি থাকে, তাহলেই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে।

তো MIUI Fans of the Year কনটেস্ট এ অংশগ্রহন এর নিয়মাবলী পাবেন এই লিংকে। এই কনটেস্টে এর আরেকটা পার্টে MIUI এর স্পেশাল টিম মেম্বারদের জন্য পুরষ্কারের ব্যবস্থাও করা হয়েছে। তবে তার জন্য তাঁদেরকে সর্বপ্রথম আপনাদের ভোটে জয়ী হতে হবে। তাহলেই কেবল তাঁরা এই স্বীকৃতি অর্জন করতে পারবেন। 

বাংলাদেশ থেকে যারা স্পেশাল টিমে আছেন, তাঁদের জন্য নিচে দেওয়া  লিংক এ গিয়ে ভোট দিতে পারবেন। একদিনে একটাই ভোট দিতে পারবেন। এবং আগামী ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত এই ভোটিং কার্যক্রম চলবে। So Vote to win  Bangladesh. 

MIUI Photography Team: (Rank-4)

http://en.miui.com/hd/en/award2017/mine?userId=1615033016

MIUI Beta Team: (Rank-8)

http://en.miui.com/hd/en/award2017/mine?userId=3679198

MIUI Device Team: (Rank-11)

http://en.miui.com/hd/en/award2017/mine?userId=2238442664

Level 2

আমি ওয়াহিদুজ্জামান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস