অনেকগুলো পাখির সম্মিলিতভাবে ডানা ঝাপটানোর ফলে তীব্র গুঞ্জন (Hum) সৃষ্টি হয়। এজন্য এদেরকে ‘Humming Bird’ বলা হয়। পুরো পৃথিবীতে তিনশ’রও বেশি প্রজাতির Hummingbirds রয়েছে। এদের ওজন মাত্র ১৮-২৪ গ্রাম। Hummingbirds সবচেয়ে বেশি বিখ্যাত এদের উজ্জ্বল রঙের পালকের জন্য। বিশেষ করে এদের গলার কাছের পালকগুলোতে বিচিত্র রঙের নকশা দেখতে পাওয়া যায়।
Hummingbird পালকে রংধনুর সাতটি রঙই রয়েছে। ওড়ার জন্য Hummingbird বিশেষভাবে অভিযোজিত হয়েছে। এদের ওজন অস্বাভাবিক কম। যেমন- চুনিরঙা Hummingbirds er ওজন মাত্র তিন গ্রাম। অন্যান্য পাখির চেয়ে এদের পালকের সংখ্যাও অস্বাভাবিক কম, মাত্র ১, ০০০-১, ৫০০টি।
আর এরা অবশ্যই আকারেও অনেক অনেক ছোট। সবচেয়ে ছোট বি হামিং বার্ড মাত্র ২.২৫ ইঞ্চি লম্বা হয়ে থাকে। Hummingbird হেলিকপ্টারের মতো ডান, বাম, উপর, নিচ সবদিকেই উড়তে পারে। ওড়ায় দারুণ দক্ষ এই পাখিরা আবার হাঁটতে পারে না। তাদের কি তবে পা নেই? আছে, তবে সেই পা হাঁটতে নয় বরং গা চুলকানোর মতো খুচরো কাজ করতেই ব্যবহৃত হয়। আরো জানতে এখানে ক্লিক করুন
আমাদের আরো অজানা ভিডিও দেখার জন্য আমাদের চ্যালেনটি ঘুরে আসতে পারেন Tech and Legend
আমি টেক লেজেন্ট। Menager, Self employ, Rangpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।