আশা করি সবাই ভালো আছেন। Techtunes.com.bd এর সাথে থাকলে সবাই ভালো থাকে।
এমন একটি আপ্স যার মাধ্যমে আপনারা ফ্রি কল করতে পারবেন। সকল লোকাল নাম্বারে এবং বিদেশ কথা বলতে পারবেন। বিদেশ কল করার নিয়ম আপনারা কম বেশি সবাই যানেন।
এই আপ্স এর জন্য মোবাইলে ডাটা কানেক্টসন চালু করতে হয় কিন্ত অনন্য মোবাইলে ডাটা চালু না থাকলেও কোনো সমস্যা নাই।
কল যাবে ভয় পাবেনা আপনার ফোন থেকে কোনো টাকা কাটবেনা।
brilliant cannect এই আপ্সে টাকা থাকে। এই এপ এ রেজিস্টার করলেই ১০ টাকা বোনাস পাবেন। যা দিয়ে ২০-৪০ মিনিট কথা বলতে পারবেন।
তবে বর্তমানে ১০ টা করে দিচ্ছে। তবে বিকাশ, মাস্টারকার্ড, এমকেশ ইত্যাদি থেকে brilliant cannect আপ্সে টাকা লোড দিতে পারবেন।
এই আপ্স থেকে অনেক টাকা কম কাটে। আপনা বিকাশ থেকে টাকা লোড দিতে পারেন।
আপ্সটি পাবেন Plysote তবে আপনার একটা একাউন্ট খুলতে হবে।
Play store থেকে Brilliant cannect লিখে সারচ দিয়ে এপটি ডাউনলোড করে ফেলেন। তারপর।
এপটিতে পবেশ করুন।
তারপর
তারপর
তারপর
তারপর
আমি নিলয় আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
সার্ভিসটি খুব ভালো, কিন্তু যে ভাবে ফোনের সব কিছুর এক্সেস নিয়ে নেয়া হয় তাতে সিকিউরিটি নিয়ে যথেষ্ট ভয়ের ব্যাপার।
বিষয় টি আমার কাছে মোটেও ভালো মনে হয় নাই। যেমন মিডিয়া/ফাইল/গ্যালারী/ স্টোরেজ এসব এর এক্সেস নেয়া দরকার ছিল না, এটি মোটেও ভালো উদেশ্য না।