ব্যবসা যেটা সর্বত্রই স্বাধীন পেশা ৷ সহজভাবে বল্লে, এমন হবেঃ একজন সফল ব্যবসায়ীর আন্ডারে কাজ করাকে চাকরী বলে, আবার নিজেকে স্বাধীন রেখে কাজ করাকে ব্যবসা বলে ৷ এখন আপনি যেটা চান, সেদিকে যাবেন ৷
এখন কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত, প্রতিটি কাজ করার আগে অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি সেটা পারবেন কি না, আপনার দ্বারা সেটা সম্ভব কি না ৷
মনে করুন, একটা জায়গায় অন্যায় চলছে, বা কারো উপর নির্যাতন করা হচ্ছে, অনেক মানুষ যঢ় হয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, আপনি এগিয়ে গেলেন, এবং প্রতিবাদ করলেনঃ কল্পনা করুন হয়তো সেখানে আপনার শক্তি ছিলো না, বা আপনার পরিস্থিতির দিক বিবেচনা না করেই এগিয়ে গেলেন, এই এগিয়ে যাওয়াটা হলো এক শ্রেণীর প্রতিভা, হতে পারে তা সাহসের দিক বা অন্যকিছু ৷
KAB-BD FORUM বিনামূল্যে রেজিস্টেশন
সত্যি বলতে মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, যেটি প্রাকৃতিকভাবেই সে অনুভব করতে পারে, যদিও অন্যদের তা দৃষ্টিগোচর হয় না ৷ কাজেই আপনার কি যোগ্যতা আছে, বা আপনি কোন কাজটা সহজেই করতে পারেন সেটা আপনি আগে থেকেই নিজের মধ্য পেয়েছেন ৷
এই ছোট ছোট পাওয়া বা উপলব্ধি থেকেই আশাকরির প্রশ্ন ৷
মনে করছি আপনি খুব কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান ৷
এখন প্রয়োজন কাঙ্খিত পুঁজি ৷ গল্পটা এভাবে বল্লেও ভুল হবে না, বাংলাদেশে এমন অনেক দাতা সংস্থা ও এনজিও আছে যারা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ বিতরণ করে ৷ তাছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা আরো সহজ হয়েছে, যেখানে নতুনদের জন্য সামান্য শর্তে বিনা সুদে ঋণের ব্যবস্থা ঋণ দিয়ে থাকে ৷ আপনার মতে কি? ক্ষুদ্র উদ্যোক্তা বলতে আপনাকে বোঝানো হয়েছে? যে একজন স্বাভাবিক মানুষ বা বাংলাদেশের নাগরীক, সে কোন অফিস গিয়ে বল্ল আমি ব্যবসা করবো (উদ্যোক্তা) ঋণ নিতে এসেছি ৷ তাকে উদ্যোক্তা মনে করে ঋণ দিবে? (বিষদ আলোচনায় না গিয়ে মনে করছি, শর্ত সাপেক্ষে ঋণ মঞ্জুর হলো ৷)
অনুভব করুন! প্রাথমিকভাবে নিদৃষ্ট মেয়াদ বা সুদে টাকা নিয়ে ব্যবসা করে, এই বাজারে নিজেকে দাড় করাতে পারবেন? ঋণটা হলো পিছুটান অর্থাত মুক্তচিন্তায় বাধা ৷
এখানে আপনার করণীয় কি? এমনও হতে পারে, ব্যবসা দাড় করানোর জন্য কয়েকমাস লাভ আসলো না, (যেহেতু সবাই প্রতিযোগী) সেখানে আপনার কি করণীয়? যাদের থেকে টাকা নিলেন, তারাতো এসব শুনবে না ৷
KAB-BD FORUM বিনামূল্যে রেজিস্টেশন
অনেকে পরামর্শ দেন (প্রথমে) পুঁজির চিন্তা করলে ব্যবসা করা যায় না, সত্যি এটা অন্যায়মূলক কথা! ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে এটাই স্বাভাবিক নিয়ম ৷ আমার অভিজ্ঞতায় বলতে পারি, প্রথমেই যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এগিয়ে যাওয়া মুস্কিল হবে, কারণ অবাধ দৃষ্টিতে সব দেখা যায় না, একটি কাজ আরম্ভ করে দেখুন চারদিক থেকে বাঁধা ও পিছুটান চলে আসবে, তারমধ্যে ঋণের পিছুটান হলো চিন্তার বিষয় ৷ আপনার মাথায় অবাঞ্ছিত চিন্তা থাকলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন না ৷ কারণ প্লানিং করাটা খুব কঠিন আছে, এরজন্য চাই চিন্তামুক্ত ও স্বাভাবিক মস্তিস্ক ৷
যা-হোক নতুন ব্যবসা শুরু করতে আমার পরামর্শ থাকবে পরিবার ও আত্তিয়-স্বজন থেকে অর্থ ধার নিতে পারেন, এতে তারাও ব্যবসার প্রতি গুরুত্ব দিবে, খোঁজ-খবর নিবে কিন্ত চাপ দিবে না ৷
দীর্ঘদিন মাথা খাটিয়ে বের করেছিলাম ব্যবসার জন্য অর্থ সংগ্রহের ৮৬ টি পদ্ধতি বা সোর্স, সেখানে ব্যাংক এনজিও থেকে শুরু করে পরিবার পর্যন্ত কাকে কিভাবে ম্যানেজ করবেন, সবকিছু বিস্তারিত আছে, এবং আলোচনাগুলো বেশ বড় ৷ আমি এখানে লিংক দিতে পারছি না, কারণ এই ওয়েবসাইটে আগে প্রকাশ করিনি, আশা করি সাথে থাকবেন অল্প-সময়ের মধ্য সেসব লেখা এই ওয়েবসাইটে প্রকাশ করবো, আশা করি পাবেন ৷
পাঠক! যে আলোচনা করলাম, তার দ্বারা বিন্দুমাত্র উপকৃত হলে কম্মেন্টে জানাবেন, এবং অকারণে আপনার মেধা ও শ্রম ব্যয় হলে তাও জানাবেন, আমি যদি কষ্ট করে এতোবড় লেখা উপহার দিতে পারি, আপনিও ছোট করে মতামত দিতে পারবেন, সময় ও শ্রমের জন্য ধন্যবাদ আপনাকে ৷
আমি কামাল আহমেদ বাগী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভোলা জেলার পশ্চিম ইলিশা ইউনিয়নাধীন, চরপক্ষিয়া গ্রামে, ৫ই শ্রাবণ ১৪০৫ বঙ্গাব্দে যশশ্রীয় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ৷ বাবা মফিজুল হক একজন স্বনামধন্য ব্যাবসায়ী, মা মরিয়ম বেগম গৃহিণী, তিন ভাই, ও তিন বোনের মধ্য তিনি সবার ছোট ৷ —সংক্ষিপ্ত কামাল আহমেদ বাগী'র "রোমান্টিক কবিতা" এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করুন, ধন্যবাদ ৷ www.kabbd.net