সৌদী ভিসা যাচাই করন পদ্ধতি ২০১৮ দালালদের জালিয়াতির থেকে বাচতে চাইলে জানতে হবে

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম।

প্রিয় টেকটিউনস বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের সাথে সৌদী ভিসা চেক করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

প্রথমে জেনো নিই কেন সৌদী ভিসা  চেক করা প্রয়োজন।

বর্তমানে বিদেশগামীদের একটা বড় অংশ জীবিকার সন্ধানে সৌদী আরবে যাচ্ছে,

গত ২০১৭ সালেই প্রায় ১০ লাখের মতো লোক  কাজের সন্ধ্যানে বিভিন্ন দেশে পাড়ী দিয়েছে।
এর মধ্যে সৌদি আরবে প্রায় সাড়ে ৫ লাখ (সর্বোচ্চ সংখ্যক), মালয়েশিয়ায় ১ লাখ, ওমানে প্রায় ৯০ হাজার এবং কাতার ৮২ হাজার জন। এসময়ের মধ্যে নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে ১ লাখ ২২ হাজার।

আর তাদের মধ্যে বেশিরভাগ-ই অল্প শিক্ষিত কিংবা গ্রামের সহজ সরল মানুষ। যেহেতু বর্তমানে সৌদী ভিসার  চাহিদ ব্যাপক তাই এই খাতে  বহু দালাল চক্র  সক্রিয়।

দালালদের খপ্পরে পড়ে অনেকের স্বপ্ন ভঙ্গ হতে আমি নিজ চোখে দেখেছি।

তারা কী কী ধরনের জালিয়াতি করতে পারে তা জেনে নেয়া যাক

* প্রথমত তারা একটা ভিসার নাম্বার  দেখিয়ে বলে আপনার ভিসা হয়ে গেছে। যেহেতু সৌদী ভিসাতে প্রথমে  কোন নাম থাকেনা তাই অনেকেই না বুঝেই টাকার লেনদেন করে থাকে।

* তারপরে কিছুদিন পরে ফটোশপে একটা নকল ভিসা তৈরী করিয়ে নেয় এবং ফিংগারিংয়ের জন্য পাঠায়। যেহেতু ফিংগারিং সরকারী কাজ তাই সবাই বিশ্বাস করে।

* তারা ভুয়া টিকেটও করে দেয় ফলে যাত্রী হয়রানীর শিকার হয়ে এয়ারপোর্ট থেকে ফিরত আসে।

এছাড়াও আরো অনেক রকম সমস্যায় পড়তে হয় শুধুমাত্র অজ্ঞতার কারনে।
আমি সবগুলো দেশের ভিসা চেক করার পদ্ধতি নিয়েই আলোচনা করার চেষ্টা করবো।
তো আজকে আমরা জেনে নিবো কীভাবে সৌদি ভিসা চেক করা যায়।

সৌদী ভিসা চেক করার কয়েকটা পদ্ধতি আছে আমি সব চেয়ে সহজ পদ্ধতিটা আলোচনা করবো।

#STEP 1
এই লিংকে ক্লীক করুন

# STEP 2 এরপর ভিসা নাম্বার এবং কফিলের আইডি নাম্বার দিয়ে বক্স গুলো পুরন করুন।

বক্স গুলো পুরন করার পরে এরকম হবে।

#STEP3:  এরপরে সার্চ বাটনে ক্লীক করুন।

সব কিছু ঠিক থাকলে আপনার সামনে এরকম একটা পেজ লোড হবে।

এখানে

১) পারসন কাউন্ট মানে হচ্ছে এই নাম্বারে মোট কতটি ভিসা আছে।

২) এখানে আপনার ভিসার কী পেশা সেটা আরবিতে  লেখা থাকে আপনি সেট গুগল ট্রান্সলেটর দিয়ে  ইংলিশ বা বাংলা করে দেখতে পারেন।

৩) এখানে ঐ নাম্বারে আর কতটি ভিসা বাকী আছে সেটা দেখাবে।

৪) এখানে আপনার ভিসাটি বাংলাদেশী কোন রিক্রুটিং লাইসেন্সে ওকালতি করার জন্য নির্বাচন করা হয়েছে সেটা আরবী অথবা ইংলিশে লেখা থাকবে।

এখানে আমি একটা স্যাম্পল ভিসা দিলাম ভিসা লাগার পরে এরকম হবে। এবং আপনি এখান থেকো ভিসা নাম্বার আইডি নাম্বার নিয়ে চেক করতে পারবেন।

উপরে ছবিতে ২ নাম্বারটা হলো ভিসা নাম্বার এবং ১ নাম্বারটা হলো আইডি নাম্বার।

এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ভিসা নাম্বার আইডি নাম্বার আরবিতে থাকবে আপনি নিচের চার্ট দেখে ইংলিশে কনভার্ট করে নিতে পারবেন।

কনভার্ট করে উপরের STEP ফলো করে ভিসা বের করতে পারবেন।
ভিসা পাসপোর্টে লাগার পরে নিচের ছবির মতো নাম এবং ভিসা লাগার ডেট দেখাবে।

অনলাইনে আপনার নাম দেখলেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ভিসা সত্যিই লেগেছে কিনা।

উপরের পদ্ধতি ছাড়াও শুধু পাসপোর্ট নাম্বার দিয়েই কোন লোকের ভিসার বিস্তারিত তথ্য বের করা যায়।
আপনাদের সাড়া পেলে আমি সৌদি ভিসার A-Z খুটিনাটি বিস্তারিত আলোচনা করবো।
আজকের মতো শেষ করতেছি, কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাবেন।
ফেসবুকে আমি http://www.facebook.com/shoikotvhai
আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/mahadihassan1

আল্লাহ হাফেজ

Level 2

আমি মাহাদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস