নতুন বছরে নতুন করে নতুন পরিশরে যাত্রা শুরু করেছে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জীবিত এগারো জন সৈনিক নিয়ে নয় আগষ্ট দুই হাজার সতেরো সালে জন্ম নেয়া বাংলাদেশী সবাইর টিম Cyber Battler BD.
Cyber Battler BD এর প্রধান প্রতিষ্ঠিতা এডমিন ও সহকারী প্রতিষ্ঠাতা এডমিন রকিব হাসান এবং চারলি চেস জানায় তারা বাংলাদেশী সাইবার স্পেস রক্ষা, নিরাপদ ও শক্তিশালী করার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছে।
এই হ্যাকিং টিমটি শুধু হ্যাকিংই নয় তার সাথে বাংলাদেশের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে। অনেক সরকারী বেসরকারি প্রতিষ্ঠানকে তারা সিকিউরিটি সেবা দিয়ে আসছে এবং বাংলাদেশী যেসকল সাইটে দুর্বলতা আছে সেকল সাইটের এডমিনদের মেইল করে জানিয়ে দিচ্ছে।
শুধু তাই নয় বাংলাদেশী এই সাইবার টিম Cyber Battler BD ফেসবুকে চল্লিশ হাজার সদস্যের এক গ্রুপ তৈরি করেছে যেখানে বিনামূল্যে তারা হ্যাকিং শিক্ষা দিচ্ছে এবং যে কারো সাইবার সমস্যার সমাধান দিচ্ছে। CLICK HERE FOR GROUP
টিমের মেম্বার Sourav, Farhad, Hasan, Samir, Abdullah, Jason তারা বলেন যে আমরা কারো প্রতিদ্বন্দ্বী না, আমরা বাংলাদেশী সকল টিম এক সাথে মিলেমিশে কাজ করলে অনেক দূর যাওয়া সম্ভব আর আমরা সেটাই করতেছি।
মুক্তিযোদ্ধের চেতনায় দেশপ্রেমে উজ্জীবিত এই টিমটি বহিবিশ্বের হ্যাকারদের সাইবার আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করতে সদা প্রস্তুত।
তারা আর জানায় হ্যাকিং এর হাত থেকে নিজে রক্ষা করতে সকলের হ্যাকিং সম্পর্কে ধারনা থাকা উচিৎ।
Cyber Battler BD এর মাধ্যমে পুরো সাইবার ওয়াল্ড বাংলাদেশকে চিনবে।
শুভ কামনা রইল এই টিমটির জন্য।
আমি মজনু মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
বাংলাদেশি ল্যামিং গ্রুপ সাইবার ওয়ার্ল্ড যে কতটুকু কাপাইতে পারে সেটা সারা দুনিয়াই জানে।