কিভাবে রাউটার এর এডমিন প্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন

সবাইকে আমার সালাম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আবারো হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের জন্য দারুন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কিভাবে রাউটার এর এডমিন প্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন!

আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ কিভাবে রাউটার এর এডমিন প্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করবেন!

তাহলে চলুন বেশি কথা না বলা কাজ শুরু করা যাক।

তাহলে চলুন ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নেইঃ

Watch Video Here! 

(বিঃ দ্রঃ আপনাদের কোন টিউটোরিয়াল লাগলে আমাকে বলতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করব। )

যা যা ব্যবহার করেছিঃ

  • একটা Computer
  • ওয়াইফাই রাউটার

তাহলে চলুন  টিউটোরিয়াল দেখে শিখে নেই।

  1. open a browser > Type 192.168.0.1 hit go > Login Router Admin Pannel By Default Username nd pass Admin > Go To Setting > Password > Type Old Password in The 1st Box AnD Type nEw Pass > Then Click Save
  2. it's Done

আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

My Youtube Channel:- Mines Of Tech  

ফেইসবুকে আমিঃ IMRAN SHa

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসব নতুন কোণ টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Level 0

আমি শোআইব ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 55 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস