কোন প্রকার বিড ছাড়াই অনলাইনে অর্থ আয় করার জন্য রয়েছে অসংখ্য মার্কেটপ্লেস। আর তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় একটি মার্কেটপ্লেস হচ্ছে https://graphicriver.net/। এই ওয়েবসাইটে আপনি আপনার আপনার তৈরীকৃত website বিক্রি করতে পারবেন এবং আয় করতে পারবেন লক্ষাধিক টাকা। এটি এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি চিরাচরিত বাজারের মতই একটি website একবার নয় বরং একের অধিক বার বিক্রি করতে পারবেন। যা আপনাকে ক্রমাগত অর্থ আয় করার সুযোগ করে দিবে। আমাদের পরিচিত আবরাহাম লিও গত বছরের মে মাসে একটি ওয়েবসাইট Graphicriver এ আপলোড করেন, তা জানুয়ারী ১৫ তারিখ পর্যন্ত ৮১৫ বার বিক্রি হয়েছে এবং তিনি একটি ওয়েবসাইটি দিয়েই আয় করেছেন ১৫, ৫৯, ০০০ টাকা।
ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে শিখতে হবে HTML এবং CSS। এই দুটি জানলেই আপনি বেসিক ওয়েবসাইট বানাতে শুরু করতে পারবেন। এছারা advance ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে শিখতে হবে পিএচপি, পাইথন, জাভা, আঙ্গুলার-জেস, প্রভিতি programing language।
Website design, Banner design, Brochure design, software design, UX & UI design, Apps design বিষয়ক বিভিন্ন আর্টিকেল আমরা প্রায়েই আমাদের ওয়েবসাইটের ব্লগে দিয়ে থাকি। যা পরে আপনিও উপকৃত হবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন। আমাদের ওয়েবসাইট ঃ http://www.roopokar.com এবং http://wavesuite.biz/
Graphicriver এ website আপলোড করতে প্রথমেই আপনাকে একজন ভালো মানের developer হতে হবে। যার জন্য প্রাকটিসের কোন বিকল্প নেই। ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে "Practice makes a man perfect". যদি আপনি ওয়েবসাইট ডিজাইনের কিছুই না জানেন, তাহলে আজই HTML এবং CSS, youtube এর টিউটরিয়াল দেখে প্রাকটিসের শুরু করেদিন। এছাড়াও আপনি codeacademy থেকে HTML এবং CSS শিখতে পারবেন। আশা করা জায়ে ৩-৬ মাশের মধ্যেই আপনি একজন ভালো মানের ডেভেলপার হয়ে যাবেন। তারপর ভালো ওয়েবসাইট বানিয়ে Graphicriver এ আপলোড করুন এবং আয় শুরু করে দিন।
এই বিষয়ে আরও যানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুনঃ http://www.roopokar.com এবং http://wavesuite.biz/
আমি আহমেদ মুরাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এপ্স ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুণ
https://onlineeasyearning0713.wordpress.com/