দয়া করে যারা একটু ইসলামিক ডেভোলাপ ব্যাংকের (IDB) আইটি স্বলারশীর্প সর্ম্পএর সফট্ওয়ার এন্ড নেটওয়ারর্কিং কোর্স সর্ম্পকে জানেন। তারা অবশ্যই আমার প্রশ্নটিকে এড়িয়ে যাবেন না প্লিজ। আমি রাউন্ড 37 এ চান্স পেয়েছি। কিন্তু কোর্সটি কেমন হবে আর বাস্তবে আমি পারব কিনা তাই জানার জন্য আমার কাহারও পরামর্শ বিশেষ প্রয়োজন। আমি গ্রামে থাকে আমার আশেপাশে এমন কেউ নেই যে আমাকে এই বিষয়ে পরামর্শ দিতে পারে।
আমি জানতে চাচ্ছি
১. আপনি অথবা আপনার পরিচিত কোন ভাই বা বন্ধুএখান থেকে কোর্স সম্পূন্য করেছে?
২. যদি করে থাকে তিনি এখন কি করেন?
৩. ঢাকায় থেকে এই কোর্সটি সম্পন্ন করতে থাকা+খাওয়া দাওয়া সহ কত টাকা লাগতে পারে।
৪. এই কোর্স করতে কেমন মেধা থাকলে ভালো হবে। ভালো নাকি মাঝমাঝি?
৫. এই কোর্স করে কি ভালো ভাবে আউটসোসিং করা যাবে?
যদি জেনে থাকেন তাহলে আমাকে comment করে জানাবেন। এখানে লিখতে না পারলে নিচের যে কোন একটি একটিতে আপনার পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।
আমার সাথে যোগাযোগ করতে
ফেজবুক
স্কাইপ
আমার ইউটিউব চ্যানেল
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Professional Web Developer