************* بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم *************
সবাইকে জানাই নতুন ২০১৮ সালের শুভেচ্ছা।
আজকে আমি একটি কম্পিউটারের প্রয়োজনীয় অ্যাপ নিয়ে আলোচনা করব।
উপরের চিত্রটি দেখে বুঝতেই পারছেন। আমি vpn এর কথা বলছি। vpn টির নাম Cyber Ghost VPN। নামটির সঙ্গে অনেকেই পরিচিত। আজকাল অনেকেই vpn ব্যবহার করেন। পেইড vpn এ আপনি অনেক ফিচার পাবেন যা ফ্রি vpn এ পাবেন না। বিশেষ করে পিসিতে যারা কাজ করেন, তারা তো পেইড ভিপিএন ছাড়া কাজ করতেই পারেন না। বিষয়টি অনেকেই জানেন।
তো, Cyber Ghost VPN এর কয়েকটি সিম্পল ফিচার না দেখলেই নয়।
ব্লকড থাকা স্ট্রিমিং বিনা চিন্তায় আনব্লক করুন আর ইচ্ছামত স্ট্রিমিং করুন।
নিজের পরিচয়কে গোপন রেখে ইচ্ছামত ওয়েবসাইট ভ্রমন করুন, আর তার সাথে Block Ads, Block Online Tracking, Extra Speed, Automated HTTPS redirect ইত্যাদি extra features তো থাকছেই!
আর নিজের ইচ্ছামত বিভিন্ন দেশের সার্ভার সিলেক্ট করার অপশন তো থাকছেই!
এতক্ষনে তো নিশ্চই বুঝেছেন এতসকল কোনোদিন ফ্রি তে পাবেন না। আর এসব সফটওয়্যার ক্র্যাক করা খুবই কষ্টসাধ্য। আবার অনেক ওয়েবসাইটে থাকলেও হয় অনেক পুরোনো না হয় ভুয়া। আবার অনেকে এটি ইনস্টল করতে বিভিন্ন সমস্যার সম্মুক্ষীন হন। তাই আজকে আমি সহজে সফটওয়্যারটি ডাউনলোড ও ইনস্টল কিভাবে করবেন, তা দেখাবো।
প্রথমে ডাউনলোড করুন এই লিংক থেকে,
https://uploadocean.com/hbeqtdoo4bxv
(ডাউনলোড পেইজ এ Download বাটনের নিচের অপশনটি Uncheck করে দিয়েন)
ইনস্টল করার পূর্বে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন (বাধ্যতামূলক)।
জিপ ফাইলটি ওপেন করুন
উপরের CG_6.1.0_EXP-PF.exe ফাইলটি ওপেন করে ইনস্টল করুন। ইনস্টল হওয়ার পর যদি ওপেন হয় তাহলে ক্লোজ করে দিন।
এরপর Windows + R Button Press করুন। নিচের মত services.msc লিখে enter press করুন।
enter press করার পর নিচের মত নতুন উইনন্ডো ওপেন হবে।
লিস্ট থেকে CyberGhost 6 Service অপশনটি খুঁজে বের করুন। এরপর রাইট ক্লিক করে, stop বাটনটিতে ক্লিক করুন।
এরপর জিপ ফাইলটিতে যান। ক্র্যাক ফোল্ডারে ক্রাক ফাইলটি, আপনার পিসির সি ড্রাইাভে প্রোগ্রাম ফোল্ডারে CyberGhost 6 নামক ফোল্ডারে জিপ ফাইল থেকে কপি করুন নিচের মত।
এরপর ফাইলটি Replace করতে বলবে, ok প্রেস করুন। এরপর আবার নেট কানেক্ট করুন। তারপর সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করার পর নিচের মত ট্যাব আসতে পারে। Yes বাটনটিতে ক্লিক করুন। এরপর সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে।
ব্যাস! ইনজয় করুন ফুল প্রো-ভার্সন। আজকে এই পর্যন্তই। কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। আর কেউ এরকম টিউন আগে দিয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী কারন আমি আমার মত করে সহজভাবে পোস্টটি উপস্থাপন করেছি। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।
সবাইকে ধন্যবাদ।
আমি আবদুল্লাহ্ আল আরাফ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Darun tune