আসসালামুয়ালাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই?
আমি বেশ ভালো আছি।
আশা করি আপনারাও অনেক ভালো আছেন।
আজকে যেই টিউন নিয়ে এসেছি তা অনেক ভালো একটি টিউন।
আজকে একটা সাইট নিয়ে আলোচনা করবো যেই সাইট এর মাদ্ধমে আপনারা আয় করতে পারবেন শুধু মাত্র লাইক, টিউমেন্ট, শেয়ার, ভিউ, Subscribe এসব করে। আবার সেই আয় করা টাকা দিয়ে চাইলে আপনার Youtube, Facebook এগুলর জন্য লাইক নিতে, যা ইচ্ছে তাই নিতে পারবেন অথবা, Cashout করতে পারবেন। তো বন্ধুরা আসলে এমন সুযোগ কি ছাড়বেন বলেন?
আমি জানি ছাড়বেন না। সে জন্যই আপনাদের জন্য আজকে এই টিউন টি।
প্রথমে এখান থেকে Account খুলে নিন
এরপর আপনাকে যা করতে হবে তা হল অবশ্যই একটা রিয়েল মেইল Account দিয়ে ভেরিফাই করতে হবে। আর যদি Account খুলতে কোন সমস্যা হয় Multiple Account Doesnot Allow যদি দেখায় তাহলে কি করতে হবে তা আমার ভিডিও তে বিস্তারিত পাবেন।
তার জন্য Google Chorme এর একটি Toolkit লাগবে। নিচে দেওয়া আছে।
এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। কিভাবে কি করতে হবে আমার ভিডিও তে দেওয়া আছে।
যেহেতু এগুলো Technology Step By Step বিষয় তাই টিউন এ সবকিছু বুঝান সম্ভব নয়। সে জন্যই আপনাদের জন্য নিয়ে এসেছি ভিডিও। নিচে ভিডিও দেওয়া আছে বাংলা।
তাহলে বন্ধুরা আশা করি এখন আর কোন সমস্যা নেই। তারপরেও যদি কোন সমস্যা হয় আমি তো আছিই না? নও টেনশন ডু ফুর্তি। নিচে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক এবং পেজ লিংক দেওয়া আছে আপনারা চাইলেই জয়েন করতে পারেন।
আমাদের Youtube Channel অবশ্যই Subscribe + bell অন করে রাখুন
তাহলে বন্ধুরা আজ তাহলে আশি কেমন? সমস্যা হলে তো আমাকে জানাবেন নিশ্চয়। ভালো থাকুন তাহলে। আল্লহ হাফেজ
আমি শাফিউল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।