বিশ্বের জনপ্রিয় ৮টি ওয়েব সাইট প্রথম অবস্থায় দেখতে যেমন ছিল!

আমরা হয়ত অনেকেই বা সবাই গুগল, ইয়াহু বা ফেইসবুকের মত জনপ্রিয় ওয়েব সাইটগুলোর সাথে পরিচিত। কিন্তু আমরা কি জানি শুরুর দিকে এই ওয়েব সাইটগুলো দেখতে কেমন ছিল বা শুরুর কাহিনিটা কি। তাই আজ আমরা বিশ্বের জনপ্রিয় ৮টি ওয়েব সাইট প্রথম অবস্থায় দেখতে কেমন ছিল ও কিভাবে প্রতিষ্ঠা লাভ করল তা জানব।

Google.com


জনপ্রিয় ৮টি ওয়েব সাইট এর প্রথম রুপ (8-popular-website-first-look)

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রনি'ই দুজন মিলে ১৯৯৮ সালে একটি সার্চ ইন্জিন প্রতিষ্ঠা করেন। যার নাম দেন ব্যাকরাব।পরবর্তিতে নাম পরিবর্তন করে গুগল রাখা হয়। তবে এর নাম করনের পেছরে একটা মজার কাহিনি রয়েছে। তারা নাম রাখতে চেয়েছিলেন "googol"। কিন্তু ভুলবশত “Google” নামে রেজিষ্ট্রেশন হয়ে যায়। পরবর্তীতে যা কিনা Google নামেই জনপ্রিয়তা লাভ করে। বর্তমানে গুগলের মূল্য ৪০০ বিলিয়ন ডলারের চেয়েও বেশি। প্রতিদিন গুগলে ৩.৫ বিলিয়নের বেশি সার্চ করা হয়। গুগলের ৯৯% ভাগ আয় হয় বিজ্ঞাপন থেকে।

Yahoo.com


জনপ্রিয় ৮টি ওয়েব সাইট এর প্রথম রুপ (8-popular-website-first-look)

একটি হল একটি ইন্টারনেট ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে ডেভিড ফিলো ও জেরি ইয়াং ইয়াহু এর প্রতিষ্ঠাতা করেন। সংবাদ সংস্থাগুলো তথ্য অনুযায়ী প্রতিদিন প্রায় ৭০০ মিলিয়ন মানুষ ইয়াহু ব্যবহার করেন। ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী ইয়াহুর সম্পদের পরিমান ১.৯ বিলিয়ন ডলার।

Wikipedia.org


জনপ্রিয় ৮টি ওয়েব সাইট এর প্রথম রুপ (8-popular-website-first-look)

জিমি ওয়েলস ও লেরি সেনগার দুজন মিলে ২০০১ সালে উকিপিডিয়া প্রতিষ্ঠা করেন।উকিপিডিয়া মূলত তথ্য ভিত্তিক ওয়েব সাইট। এই সাইটে ৪৫ মিলিয়েনেরও বেশি আর্টিকেল রয়েছে। এটি বিশ্বের ৫ নাম্বার জনপ্রিয় ওয়েব সাইট।

Facebook.com


জনপ্রিয় ৮টি ওয়েব সাইট এর প্রথম রুপ (8-popular-website-first-look)

বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ২০০৪ সালের ফেব্রুয়ারি ৪ তারিখে যাত্রা শুরু করে। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে এটি প্রতিষ্ঠা করেন। শুরুর দিকে এর নাম ছিল “thefacebook.com"। সারা পৃথিবীতে ২ বিলিয়নেরও বেশি ফেইসবুক ব্যবহারকারী রয়েছে।বর্তমানে ফেসবুক আলেক্সা রাঙ্কিং ৩ নম্বর অবস্থানে আছে

Twitter.com


জনপ্রিয় ৮টি ওয়েব সাইট এর প্রথম রুপ (8-popular-website-first-look)

টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ মাধ্যম এবং মাইক্রোব্লগিং ওয়েবসাইট। প্রায় ১১ বছর আগে মার্চ ২১, ২০০৬ সালে টুইটার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। টুইটার বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।তবে বর্তমানে এর জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। প্রথমদিকে টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হত। ২০১৪ সালের রিপোর্ট অনুযায়ী, টুইটারের মোট আয়ের পরিমান $১.৪ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে এটি বিশ্বের ১৩ তম জনপ্রিয় ওয়েব সাইট।

Youtube.com


জনপ্রিয় ৮টি ওয়েব সাইট এর প্রথম রুপ (8-popular-website-first-look)

Youtube একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। ২০০৫ সালের ফেব্রুয়ারী মাসে ইউটিউব যাত্রা শুরু করে চ্যাড হারলে, স্টিভ চ্যান ও জাভেদ করিম এই তিনজন ব্যক্তির হাত ধরে। যার মধ্যে জাভেদ করিম বাংলাদেশী। ইউটিউবের প্রথম ভিডিওর নাম “Me At The Zoo”। চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। প্রতি সেকেন্ড প্রায় 300 ঘন্টার মত ভিডিও আপলোড হয়। প্রতিদিন প্রায় ৫ বিলিয়ন বার ভিডিও দেখা হয়।
২০০৬ সালে গুগল ১.৬৫ বিলিয়ন ডলার দিয়ে ইউটিউব কিনে নেয়। তাই বর্তমানে এটি গুগুলের অধীনস্থ।

Amazon.com


জনপ্রিয় ৮টি ওয়েব সাইট এর প্রথম রুপ (8-popular-website-first-look)

আমাজান মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান। প্রায় ২৩ বছর আগে ১৯৯৪ সালে আমাজন.কম তাদের যাত্রা শুরু করে। সর্বপ্রথম আমাজন.কম একটি অনলাইন বইয়ের দোকান হিসাবে তাদের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে আরো অনেক পন্য যুক্ত করা হয়। আমাজন.কমের প্রাক্তন নাম ছিল কাডাব্রা, ইন্‌ক।

Blogger.com


জনপ্রিয় ৮টি ওয়েব সাইট এর প্রথম রুপ (8-popular-website-first-look)

ব্লগার.কম ১৯৯৯ সালে যাত্রা শুিরু করে। যা কিনা গুগলের একটি পণ্য।
২০০৬ সালে ওয়েবসাইটটিকে নতুন করে ডিজাইন করা হয়। ব্লগার.কম বিশ্বের বিভিন্ন ভাষায় বিনামূল্যে ব্লগিং করার সুযোগ দিচ্ছে। বর্তমানে ব্লগার.কম এ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকামের সুযোগ দিচ্ছে।
উপরোক্ত জনপ্রিয় ৮টি ওয়েব সাইট থেকে কিন্তু আমরা একটা শিক্ষা গ্রহন করতে পারি। আমাদের সবসময় মনে রাখা উচিত যে, সব কিছুর শুরুটা হয় অল্প থেকেই। তাই ধৈর্য ধরে লেগে থাকতে হয় যেকোন সময় সফলতা আসতে পারে।

বিভিন্ন শিক্ষামূলক টিউন ও এইচ এস সি পরীক্ষার সাজেশন আরও অনন্যা সাজেশন  পেতে

আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।admissionwar.com

 

Level 0

আমি মাহফুজুর রহমান মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস