PC এর হাই Games খেলুন Android Mobile এ Splinter Cell Essentials

আসসালামুয়ালাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন ???

আশা করি সবাই অনেক ভালো আছেন। আর শিরোনাম দেখে নিশ্চয় ভাল হয়ে গেছেন।
কারন আমি নিজেও জানি এরকম টিউন এরকম আগে কেও করেছে বলে মনে হয় না। আমরা আমাদের বড় ভাইদের পিসি তে গেম খেলা দেখে অবাক হয়ে যাই Open World Games যে দিকে ইচ্ছে সে দিকে যাওয়া যায় আবার মিশন গেমস আমার পিসি নেই তাই আমি খেলতে পারবো না ! জি না এখন আপনিও খেলতে পারবেন যদি আপনার Android Mobile থাকে। Android Mobile আপনিও খেলতে পারবেন পিসি এর games মোবাইলে। সব গেমস খেলতে পারবেন না যতটুকু সম্ভব যতগুলো পারবেন ততগুলই। মানে আমি যতগুলো গেমস দিবো তগুলোই খেলতে পারবেন। এই জন্য আমার সাথে থাকতে হবে।

আমার সাথে থেকে আমার টিউন গুলো দেখতে হবে তাহলেই আপনারা Successfully হতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক নাকি ???
পক পক তো অনেক করে ফেললাম। কি আর করবো বলুন আপনাদের সামনে যখন টিউন করি তখন গপ্পে মজাইয়া যাই ! হাহা !
যাই হোক চলুন আজকে যেই গেমস টি দিব টা এক নজরে দেখে আসি কেমন ??

 

 

 

 

দেখে নিশ্চয় Games টির প্রেমে পরে গেলেন ??? হাহা ! অতটা সুন্দর গ্রাফিক্স নয়। তবে অনেক সুন্দর গেমস। গেমস টিতে লুকিয়ে লুকিয়ে শ্ত্রু পক্ষ কে ঘায়েল করতে হয়। কখনও জঙ্গল, কখনও নদী অনেক একেক সময় একেক জায়গায়।
গেমস টি খেলার জন্য যা যা লাগবে টা হল ৩ টা Software . এর ভিতরে ১. Emulator 2.Rar 3.Game Files

গেমস ফাইলটি Download করে Extract করুন। করে যা পাবেন টা আবার Extract করবেন। এরপর বের হবে একটা Iso Files . Emulator দিয়ে সেটিকে ওপেন করতে হবে। তারপরেই গেমস Start হবে।

 

 

 

এখান থেকে Android Emulator Download করুন 

rar download করে নেন 

splinter cell essentials Game Files

DOwnload হয়ে গেলে রার দিয়ে ২ বার Extract করলে Iso পাবেন। এই আইএসও ফাইলস Open করবেন Emulator দিয়ে।

আশা করি তারপর গেমস ওপেন হবে। এত সুন্দর করে বুঝানোর পরেও যদি না বুঝেন তাহলে এই Video টি দেখে নিবেন কষ্ট করে।

বন্ধুগন এর পরেও সমস্যা হলে আমাকে অবশ্যই Comment করতে ভুলবেন্না। আমি আরও গেমস নিয়ে আসবো সে পর্যন্ত সাথে থাকুন ভাল থাকুন। আল্লহ হাফেয।

 

 

 

Level 0

আমি শাফিউল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস