Android ফোন Slow, Battery Charge তারাতারি শেষ হয়ে যায়!!! সেরা সমাধান, Brevent App!!

 

আসসালামু আলাইকুম।

আজকে আমি বলব, ব্রিভেন্ট নামক অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে।

প্রথমত, কিছু কথা বলে নেয়া যাক।

আমরা অ্যান্ড্রয়েড ফোন চালানোর সময়, অনেক সময় ফোন হ্যাং করে, ব্যাটারি তারাতারি শেষ হয়ে যায়। এর প্রাধান কারণ, অনেক অ্যাপস (যা এখন দরকার নেই) সেগুলো ফোনের ব্যাকগ্রাউন্ড এ রানিং এ থাকে।

এজন্য অনেকে ফোন বুস্টারের নানারকম অ্যাপস ইউজ করে। কিন্তু অ্যাপস গুলা ততটা উপযোগী নয়, তাই অনেকে আবার গ্রিনিফাই নামক অ্যাপ ইউজ করে। এটি রুট অথবা রুট ছাড়া চলে কিন্তু, রুটে সবথেকে ভালো কাজ করে। এই অ্যাপ টি অনেক ভালো তবে, যাদের ফোন রুট নেই তাদের কিছু সমস্য সম্মুক্ষীন হতে হয়। যেমন, কিছুক্ষণ পর পর গ্রিনিফাই ওপেন করে ফ্রিজ দিয়ে অপেক্ষা করা ইত্যাদি।

এখন এমন একটা অ্যাপসের কথা বলব, যা গ্রিনিফাইয়ের বিকল্প হতে পারে, এবং এটি থেকেও ভাল কাজ করে। অর্থ্যাৎ, এটি লক্ষ্য রাখে, আপনি কোন অ্যাপটি ব্যবহার করছেন, এবং করছেন না। আপনি যখন কোন অ্যাপ ব্যবহারের পর ক্লোজ করে দিবেন, তখন এটি সাথে সাথে, অ্যাপটিকে ফ্রিজ করে দিবে। সুতরাং, আপনার আর বারবার অ্যাপে ঢুকে ফ্রিজ করা লাগবে না। অতএব, আপনার আর কোন চিন্তাই লাগবে না। আমি নিজেও এই অ্যাপ ইউজ করি। সুতরাং, কিছু মূল কথা আগেভাগেই বলি :

১. এটি চালাতে রুট লাগে না, তবে অ্যাপটি অ্যাক্টিভেট করতে পিসি লাগে। অ্যাক্টিভেট কেমনে করতে হয়, তা আমি এই টিউনে দেখাবো।

২. একবার অ্যাক্টিভেট করার পর, ফোন রিবুট বা বন্ধ করলে, আবার পিসি দিয়ে অ্যাক্টিভেট করতে হবে।

৩. এ অ্যাক্টিভেট, লাইসেন্স অ্যাক্টিভেট না, এটি মোবাইলের পারমিশন গ্রান্টেড করা।

যদিও ২ নাম্বার শর্তে অনেকেই রেগে যেতে পারেন, কিন্তু বিশ্বাস করুন, অ্যাপটি একবার চালিয়ে দেখলে, এর পারফারমেন্স এ আপনি মুগ্ধ হয়ে যাবেন।

সবথেকে বড় কথা, এ অ্যাপস থাকলে, আপনাকে আর ফোনে বার বার বুস্ট দেয়া/অ্যাপ ফ্রিজিং করার দরকার হবে না। 

তো শুরু করা যাক।

১. অ্যাপটি ডাউনলোড করুন এখান থেকে :

https://play.google.com/store/apps/details?id=me.piebridge.brevent&hl=en

or,

http://www.mediafire.com/file/rjrb5tokkcgt6uz/me.piebridge.brevent-2.3.4-APK4Fun.com.apk

২. ফোনে USB debugging অন করুন। (যারা জানেন না –   ফোনের ‘Settings’ এ যান, তারপর  ‘About’ এ যান, ‘Build Number’ এর উপর ৭ বার প্রেস করুন, আপনি Settings এ Developer option নামক একটি option  পাবেন। সেখানে ঢুকে, usb debugging  টি অন করে দিন)

৩. Brevent app টি open করুন। এরকম দেখাবে :

৪. ফোন USB দিয়ে PC এর সাথে connect করুন।

৫. ফোনে USB debug allow চাইলে, allow করে দিন।

৬. কম্পিউটারের জন্য, adb fastboot সফটওয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে :

https://www.mediafire.com/file/ne44p651ec2d9d9/minimal_adb_fastboot_v1.4.2_setup.exe

৭. সফটওয়্যারটি ইন্সটল করে, ওপেন করুন।

৮. নিচের মত command এ “adb devices” (নোটেশন চিহ্ন বিহীন) type করুন।

৯. নিচের মত আসবে। যদি না আসে, উক্ত মোবাইলের, PC USB Driver install করে নিন। (কেমনে? ফোনের মডেল সহ google এ search করলেই পাবেন)।

১০. এরপর “adb -d shell sh /data/data/me.piebridge.brevent/brevent.sh” (নোটেশন চিহ্ন বিহীন) এই command টি type করুন। নিচের মত :

এরপর, enter দিলেই নিচের মত আসবে।

উপরের লেখাটি আসলে, congress!! কাজ হয়ে গেছে! এরপর শুধু মোবাইলে অ্যাপটি দেখুন। অল্প একটু সময় নিবে, এরপর

চালু হয়ে যাবে। নিচের মত :

১১. যে অ্যাপটি আপনি freeze করতে চান,  এভাবে করুন :

    

১২. Settings এ যান। নিচের মত করে নিন :

     

আজকে এতটুকুই। অনেক কষ্ট করে লিখলাম। বেশি বড় হয়ে গেলো। কিন্তু কি করা? সবাই যাতে বুঝতে পারে সেজন্যই এত প্রচেষ্টা! ভুল হলে নিজ গুনে ক্ষমাপ্রার্থী। আর আমার এ টিউন আপনাদের উপকারে আসলে, আমার এ পরিশ্রম সার্থক।

Level 0

আমি আবদুল্লাহ্ আল আরাফ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস