কয়েকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম প্রথম হয়ত কিছুটা কষ্ট হতে পারে। তবে লেগে থাকলে এ সমস্যার সমাধান নিশ্চিত। তার পরেও নিজে থেকে সব কিছু করার মানষিকতাও জরুরী। দেখুন আপনি কি কি করলে অন্তত স্বাভাবিক ভাবে হাতের লেখা সুন্দর করা কে এগিয়ে নিয়ে যেতে পারেন। কয়েকটি সাধারন নীয়মাবলী নিয়ে আলাপ করা যাক।
লিখতে গেলে অনেকেই শুধু হাত ঘোরান, কিংবা কবজি ঘুরিয়ে লেখেন। পরামর্শ দাতাদের মতে, পুরো বাহুটাকেই ঘুরিয়ে নিন। তাহলে আপনি একটা হৃদম পাবেন। আর সেই নাড়াচাড়া অভ্যস্ত করতে পারলে আপনার লেখার গতি অনেক বেড়ে যাবে। আপনি লিখবেন অনেক বেশি দ্রুত। বড় করে লেখা কিংবা যে কোন শেপ নিয়ে লেখার জন্য এর আসলে বিকল্প হয় না। নিজে চেষ্টা করে দেখুন।
আপনার বর্তমান কলম বা পেন্সিলের ধরন পরিবর্তন করে দেখুন। চিকন নিব কলম, কিংবা ২বি পেন্সিল চেক করে দেখুন। অথবা অন্য কোন কিছু নিয়ে দেখুন। অনেক সময় কলমের বা পেন্সিলের ব্র্যান্ড এর কারনেও অনেক তফাৎ দেখা দেয়। আপনি সে সব চেক করে দেখতে পারেন। কোনটায় আপনি বেশি আরাম অনুভব করেন। অনেক আগে মানুষ রেডলিফ কলম দিয়ে লিখতেন। আমি এক সময় রেডলিফ কলম দিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। এখন আমার মনে হয় সেই কলমের চেয়েও ম্যাটাডোর হাই স্কুল কলম কিছুটা ভাল। তবে ম্যাটাডোর কলমই যে একমাত্র ভাল তা না মেনে নিয়ে নিজেই কিছু ব্রান্ড যাচাই করে নিন। আরো জানতে পড়ুন, কিভাবে পচন্দের কলম বা পেন্সিল নির্বাচন করবেন?
আপনি যে কোন বেসিক আকার যেমন গোলাকার বা বৃত্তাকার কিছু, লাইন, সোজা লাইন, ত্রিকোন, চতুর্কোন। মুক্ত হাতে যে কোন জিনিস করে দেখতে পারেন। চতুর্ভুজ কিংবা ত্রিভুজ আঁকতে পারলে আপনি বুঝবেন তার সঠিক কতখানি হয়েছে। কতটা সোজা হয়েছে। এসব বিবেচনায় আনার সময় আপনি অভিজ্ঞ হয়ে উঠবেন যে কোন আকারের অক্ষর বা চিহ্ন লিখতে পারবেন।
আপনার যতই ব্যাস্ততা থাকুক তার মধ্যেই প্রতিদিন একটি করে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লিখুন। এতে হাতের লেখা সুন্দর করা চর্চা অব্যাহত থাকবে। নতুন কিছু না হলেও আপনার যা কিছু মনে আসে সেখান থেকেই লিখুন। অনেকেই নিজে থেকে লিখতে পচন্দ করেন। আপনার যদি সে রকম কোন ব্যাপার না থাকে তবে পত্রিকা বা কোন বইয়ের একটি অনুচ্ছেদ নিয়ে লিখতে বসে যান। হাতের লেখা সুন্দর করা যাবে।
আশাকরছি তথ্যগুলো কাজে লাগবে।ভাল লাগলে লাইক কিংবা শেয়ার করুন, আপনার প্রিয়জন বা বন্ধুদের জানিয়ে দিন।
Face book :
https://www.facebook.com/Inspire-Young-Bangla-1480468898689192/
Face-book Group :
https://www.facebook.com/groups/344779292659726/
YouTube Channel:
https://www.youtube.com/channel/UCq0zwTsCfqqWGaPKdsKcI2A/videos?view_as=subscriber
আমি কাজল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।