মহাবিশ্বের এই মহাতিলোত্তমা দেখে আমরা বরাবরই আপ্লুত হই এবং বাহবা দেই সেই সমস্ত বিনিয়োগকারী এবং ডিজাইনার আর্কিটেক্টদের যারা আইডিয়া ডেভলাপ করেছেন। কিন্তু সত্যিকার অর্থে যারা এই তিলোত্তোমা গড়ে তুলেছেন নিজেদের রক্ত মাংসের বিনিময়ে, সেই সমস্ত শ্রমিক যুগে যুগে পর্দার আড়ালেই রয়ে গিয়েছে। কিন্তু তাদের কাজ থেমে থাকেনি আর তাই থেমে থাকেনি আমাদের সভ্যতার উন্নয়ন।
আপনারা সবাই জাননে গত ১লা মে বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্যাতিক শ্রমিক দিবস। এবং এই দিবস উপলক্ষেই বিশ্বের বড় বড় ফটোগ্রাফাররা তাদের কিছু অতিসুন্দর শিল্পকর্ম উৎসর্গ করেছে এই দিবসকে। আসুন সেই শিল্পকর্মের কিছু অংশ দেখে নেয়া যাক -
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
প্রথম ছবি ট কি ভাবে করা হয়েছে ভাই। জানতে চাই