একের ভিতরে তিন! কম্পিউটারে পাসওয়ার্ড দেয়া, চেঞ্জ করা, কম্পিউটার নেম চেঞ্জ করতে চান? সব সমাধান এখানেই

আসসালামু আলাকুম,  আশা করি সবাই ভালই আছেন।

কম্পিউটারে পাসওয়ার্ড দিতে ও চেঞ্জ করতে চান এবং কম্পিউটার নেম চেঞ্জ করতে চান?

নানা প্রয়োজনে কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়।  বিশেষ করে গোপনীয়তা রক্ষায় পাসওয়ার্ড দেওয়া অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। আপনি যদি কম্পিউটারে পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে আপনার কম্পিউটার যদি কেহ ওপেন করে ব্যবহার করতে চায় তাহলেই পাসওয়ার্ড চাবে যদি পাসওয়ার্ড না দেন তাহলে ওপেন করতে পারবেন না, তাই আপনি যদি কম্পিউটারে পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে আপনি ছাড়া কেহ আপনার কম্পিউটার ওপেন করতে পারবে না, যদি কেহ পাসওয়ার্ড যানে তাহলে সেই পাসওয়ার্ড ব্যবহার করে ওপেন করতে পারবে। এ ছাড়া বাসায় ছোট বাচ্চা থাকলে তারা এলোমেলোভাবে ব্যবহার করে কম্পিউটারের ক্ষতি সাধন করতে পারে। তাই পাসওয়ার্ড দিয়ে রাখলে অন্য কারও পক্ষে কম্পিউটার ওপেন করা সম্ভব হয় না। আজ আপনাদের দেখাব কেমন করে কম্পিউটারে পাসওয়ার্ড দিতে হয় এবং কীভাবে তা চেঞ্জ করতে হয় এবং কম্পিউটার নেম চেঞ্জ করতে হয় তা দেখুন এই ভিডিও টিউটোরিয়ালে। 

১. প্রথমে কম্পিউটারের Start Menu > Control panel এ ক্লিক করতে হবে।

২. এরপর নতুন একটি উইন্ডো আসবে যেখান থেকে User Account > create a password for you account এ ক্লিক করতে হবে।

৩. এবার আপনার পছন্দ মত পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। এরপর create password এ ক্লিক করতে হবে। তাহলে পাওয়ার্ড তৈরি হয়ে যাবে।

এখন কম্পিউটার অন করার সময় পাসওয়ার্ড প্রয়োজন হবে। পাসওয়ার্ড ছাড়া কেউ কম্পিউটার স্টার্ট করতে পারবে না।

আর তাছারা কোনকিছু বুঝতে সমস্যা হলে এবং আপনি কিভাবে পাসওয়াড চেঞ্জ করবেন এবং কম্পিউটার নেম চেঞ্জ করতে চান ফুল  ট্রীকস টি দেখুন এই ভিডিওতে টিটোরিয়ালে।

সবাই ভাল থাকবেন। আর চেনেলে আগে থেকেই Subscribe করে রাখবেন। ভিডিওতে লাইক টিউমেন্ট করবেন। কোন কিছু বুঝতে Problem হলে টিউমেন্ট করবেন।

আমার ফেসবুক লিঙ্ক

 

Level 0

আমি নিশাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় নিশাত,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।