এই IDM নিয়ে সম্ভববত আমাদের বাঙ্গালিদের সব থেকে বেশী প্যরায় ভুগতে হয়। প্রায় সব থেকে বেশী টিউন একে নিয়েই। তবুও দুইদিন পর পর হেল্প চাইতে দেখা হয়। তাই আজকে নিয়ে এলাম Ultimate Guide এর জন্য। এই টিউন টি দেখার পর আপনাকে আর কোনোদিন IDM এর ক্রাক নিয়ে ভাবতে হবে না, বিন্দাস মনে আপডেট করুন আর কাজ করুন। শুরু করা যাক।
IDM Universal Crack এইটাই আজকের মুল জিনিষ, এইটি দিয়ে সারাজীবন চালাতে পারবেন, বিন্দ্যাস মুডে। দেখি কিভাবে কাজ কররে এইটি।
এইবার বিন্দ্যাস ভাবে ইউজ করুন সারাজীবন
আর হ্য ব্রাউজার আপডেট আসলে IDM ও আপডেট করবেন, নয়ত দেখেন IDm ঠিক আছে বাট ডাউনলড ধরছে না। আপডেট করে একি সিস্টেমে ক্রাক করে নিলেই কাজ হবে। এই নিয়ে আরো বিস্তারিত দেখতে আমার ভিডীও দেখতে পারেন, চ্যনেলে এরকম আরো ভিডিও আছে, আর কোনো প্রকার হেল্প লাগলে বলবেন আমি সমাধান দেয়ার চেস্টা করবো। ধন্যবাদ
Video: IDM এর সকল সমস্যার সমধান।
আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল লিখেছেন, শেয়ার করার জন্য ধন্যবাদ। বাট, কিছুদিন পরেই কিন্তু এটা কাজ করেনা। এই রকম প্রায় ৩০ টি ক্রাক ব্যবহার করেও তেমন সুফল পাইনি। অবশেষে অাইডিএম নিয়ে চিরস্থায়ী একটি সমাধান খুঁজে পাই এবং টিউন করেছিলাম এখানে https://www.techtunes.io/download/tune-id/503302