সবাইকে স্বাগতম।
আশা করি আগরে টিউটরিয়াল গুলো থেকে আপনার উকৃত হয়েছেন এবং অনেকে নতুন নতুন প্রশ্ন করেছেন।
তাহলে আজকে আমাদের আলোচনা শুরিু করা যাক।
আজ আমরা আলোচনা করবো অনলাইন মারর্কেটিং ও মার্কেটপ্লেস নিয়ে।
এ বিষয় নিয়ে আমি একটি টিউটরিয়াল তৈরী করেছি ভিডিও টিউটরিয়াল মেনুতে গিয়ে ৫নং টিউটরিয়াল অনলাইন মর্কেটপ্লেস টি দেখে নিতে পারেন। অনলাইন মর্কেটপ্লে বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুর করতে হলে আপনাকে কয়েটি বিষয় সমন্ধে ভাল পারদর্শী হতে হবে।
১। কাজরে কোয়ালিটি বিল্ড আপ করতে হেব
২। মার্কেটপ্লে সম্পর্কে ভাল ধারনা খাকতে হবে।
৩। কি কি কাজের চাহিদা বেশি এবং সময় কম লাগে এবং আপনি কি কাজ ভাল পানে সে বিষয় ঠিক কনে নিন।
৪। এবং সব সময় বায়ার বা কাস্ট মারকে ফিডবেগ ভাল দওয়া চেষ্ঠা করবোন।
৫। আপনা মধ্
যে কনফিপেন্স থাকতে হবে আপনা কাজের উপরে।
এতো গেলে সাধান বিষয় গুলি।
*এখন ধরা যাক যে বিভিন্ন Marketpalce বিভিন্ন ভাবে কাজ করে সে সম্পকে ধারনা থাকতে হবে।
এ বিষয় নিয়ে আমার সামনের টিউটরিয়াল গুলো দেখবে।
সেখানে আম বিষদ ভাবে আলাদা আলাদা মার্কে এর বিবরণ উপস্থাপন রকবো।
আমি শামীম রেজা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।