পিসি (Personal Computer)-কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আজকে আমরা আমাদের পিসি (Personal Computer)-কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌ দেখব। চলুন শুরু করা যাক।

আমরা সকলেই নিজেদের পিসি কে গতিশীল রাখার চেষ্টা করি। কিন্তু যতই আমাদের পিসি র বয়স বাড়তে থাকে ততই আমদের পিসি র গতিশীলতা কমতে থাকে। সময়ের সাথে, সাথে আমাদের পিসি তে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মূলত ব্যবহারকারীর কিছু কুঅভ্যাসের জন্যই পিসি র গতিশীলতা কমে আসতে থাকে। তাই নিজের পিসি র গতিশীলতা বাড়িয়ে নিন এই টিপ্‌স ও ট্রিকস্‌ গুলির সাহায্যে।

 এক নজরে দেখে নিন এই টিউনে কী কী আছে:

১। সফটওয়্যার ইন্সটল সম্বন্ধে সতর্কীকরণ

২। Disk Defragment ও Disk Cleanup এর ব্যবহার

৩। টেম্পোরারি ফাইল ডিলিট

৪। কিছু Run Command এর ব্যবহার

পিসি র গতিশীলতা কমে যাওয়ার অন্যতম কারণ হল অকারণে সফটওয়্যার ইন্সটল করা। সময়ের সঙ্গে, সঙ্গে প্রায় সব ব্যবহারকারীই, পিসি তে কাজের, অকাজের নানান সফটওয়্যার ইন্সটল করে থাকে। এই সফটওয়্যার ইন্সটল এর অভ্যাস আমাদের পিসি র গতিশীলতা অনেক কমিয়ে ফেলে। পরে সফটওয়্যারগুলি আনইন্সটল করে দিলেও লেফটওভার ট্রেস থেকেই যায়। তাই প্রথমেই অকারণে সফটওয়্যার ইন্সটল থেকে বিরত থাকুন। যদি একান্তই নিজেকে সফটওয়্যার ইন্সটল থেকে বিরত না রাখতে পারেন তবে ভালো মানের আনইন্সটলার সফটওয়্যার ব্যবহার করুন। এক্ষেত্রে আমি Revo Uninstaller Pro সাজেস্ট করি।

আমাদের উইন্ডোজ পিসি তেই দুইটি ভালো টুল আছে যাদের সাহায্যে আমারা আমদের পিসি কে গতিশীল করে তুলতে পারি। এই দুটি টুলের কথা আমরা অনেকেই জানিনা। টুল দুটি হলো

১। Defragment and Optimize Drives  এবং ২। Disk Cleanup

১। Defragment and Optimize Drives –  এই টুলটিল সাহায্যে আমরা ফ্রাগমেন্ট হয়ে যাওয়ে ডিস্ক ড্রাইভ গুলিকে ডীফ্রাগ করে নিতে পারব। ড্রাইভ গুলি মূলত বিভিন্ন ফাইল কপি এবং পেস্ট করার জন্য ফ্রাগমেন্টেড হয়ে যায়। ফ্রাগমেন্ট হয়ে যাওয়ার ফলে আমদের পিসি র গতিশীলতা প্রভূত পরিমাণে কমে যায়। নিয়মিত ডিস্ক ড্রাইভ ডিফ্রাগ করলে পিসি র গতিশীলতা অনেক বেড়ে যাবে। এই টুলটি ব্যবহার করবার জন্য Start Menu থেকে Defragment and Optimize Drives  সার্চ করে চালু করুন। হার্ড ডিস্ক এর প্রত্যেক পার্টিশন কে অ্যানালাইজ করুন, আপনার ড্রাইভ কত শতাংশ ফ্রাগমেন্ট হয়ে আছে তা আপনি দেখতে পারবেন। এইবার Optimize ক্লিক করলে আপনার ড্রাইভগুলি ডিফ্রাগ হয়ে যাবে। বুঝতে না পারলে নীচের চিত্র দেখুন।

২। Disk Cleanup – এই টুলটি আপনার হার্ড ড্রাইভে থাকা অপ্রয়োজনীয় ফাইলগুলিকে ডিলিট করে দেয়। অপ্রয়োজনীয় ফাইল বলতে বিভিন্ন লেফটওভ্যার ট্রেস, থাম্বনেইল,Temp এই ফাইল গুলিকেই বোঝায়। এই টুল ব্যবহার করলে আপনার সংরক্ষিত ফাইলগুলির যেমন – ডকুমেন্ট, অডিও, মুভি এই ফাইলগুলির কোন ক্ষতি হবে না। হার্ড ড্রাইভে এই অপ্রয়োজনীয় ফাইলগুলি না থাকলে পিসি অনেক গতিশীল হয়ে উঠবে। এই টুলটি ব্যবহার করবার জন্য  Start Menu থেকে  Disk Cleanup সার্চ করুন এবং চালু করুন। Disk Cleanup চালু করবার পর, আপনার ড্রাইভের পার্টিশনগুলি দেখতে পাবেন। প্রত্যেকটি পার্টিশন আলাদা করে স্ক্যান করুন এবং ফাইলগুলি ডিলিট করুন। এই টুলটির ব্যবহারে আপনার পিসি অনেক গতিশীল হয়ে উঠবে। বুঝতে না পারলে নীচের চিত্র দেখুন।

পুরোটা আর দিলাম না। যদি টিউনটা ভালো লেগে থাকে তাহলে এখান থেকে পুরো টিউনটা দেখে নিতে পারেন।

পিসি কে গতিশীল করে তোলার কিছু টিপ্‌স ও ট্রিকস্‌ (মেগা টিউন)

Level 0

আমি নীলাঞ্জন মুখার্জী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস