উইন্ডোস ফন্টস :: এক ক্লিকে ডাউনলোড করে নিন 203 টি ফন্ট। একদম নুতনদের জন্য।

নমস্কার সবাই ভাল আছেন তো। আশা করি সবাই ভাল আছেন। এটা আমার 53 তম টিউন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। অমরা অনেক উইন্ডোস ফন্টস ডাউনলোক করে থাকি প্রয়োজন অনুসারে 1 টা 1টা করে। আশা করি আর 1টা 2টা করে ফন্ড ডাউনলোড দিতে হবে না। আমি দিচ্ছি একসাথে 203 টি ফন্ট জিপ ফাইলে।বন্ধুরা এখানে পাবেন অনেক স্টাইলের ফন্ট। বাংলা, ইংলিশ এর অনেকট স্টাইলের ফন্ট। যাদের দরকার তারা এখান থেকে ডাউনলোড করেন নিন।

এবং জিপ ফাইলটি আনজিপ করুন। সবগুলো ফন্ট একসাথে সব সিলেক্ট করুন। ফোল্ডারের সবগুলো ফন্ট একসাথে Ctrl+A দিয়ে সিলেক্ট করুন।

এবার কপি করা ফন্ট কি ভাবে কোন যায়গায় পেষ্ট করতে হবে তাইতো।

  • স্টাট বাটনে ক্লিক করুন সেখান থেকে কন্ট্রল প্যানেলে ক্লিক করুন।

  • এবার এখানথেকে চিত্রেদেয়া আছে লাল কালারে গোল করা চিহ্ন লক্ষ করে কাজ করুন। মানে এখানথেকে ফন্টে ক্লিক করুন।

  • এ রকম আসবে এখন রাইট বাটনে ক্লিক করে পেষ্ট করুন  এবং কম্পিউটার রিয়েষ্টার দিন। বাস আপনার কাজ শেষ।

বন্ধুরা যদি কারো উপকারে আসে তবে আমার পরিশ্রম সার্থক হবে। আমাকে কিছু বলতে চাইলে ফেসবুকে বলুন। আমার ইউটিউব চ্যানেল সাবক্রাইব করুন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন। আবর কথা হবে অন্য কিছু নিয়ে।

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মিলন ভাই, টিউনটি ভালই হইছে, তবে “বন্ধুরা” এই বানান টা কি ঠিক আছে?

ধন্যবাদ ঠিক করে দিচ্ছি ভাইয়া