টেক বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের টিউন। এটা আমার 52 তম টিউন। সবাই ভাল আছেন তো আশা করি সবাই ভাল আছেন। আজকে আলোচনা করব অলোক ভিডিও কনর্ভাটার নিয়ে। যারা এখন পাননি তাদের জন্য। এই Alok Mp4 converter দিয়ে কনর্ভাট করলে ভিডিওর রেজুলেশন ঠিক রেখে ভিডিওর মান ঠিক রাথে। বন্ধরা যার যার দরকার তারা এখান থেকে ডাউনলোড করে নিন। ঝামেলা বিহীন মিডিয়া ফারার লিংক। ডাউনলোড করতে কোন ঝামেলা হবে না।বন্ধুরা Alok Mp4 converter সম্পর্কে কিছু আলোচনা করা হয়।
আজ আর বেশি কিছু লিখবনা। ধন্যবাদ সবািইকে। কারো উপকারে আসলে আমার ভাল লাগবে। কোন প্রকার সমস্য হলে টিউমেন্ট বক্সে জানাবেন। আমাকে কিছু বলতে চাইলে ক্লিক করুন ফেসবুকে। আমার ইউটিউব চ্যানেল সাক্রাইব করে রাখুন কাজে লাগতে পারে।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
nice soft