ঈদ মুবারাক। সৌদি আরব সহ মধ্য প্রাচ্চের বিবিন্ন দেশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেচে

ঈদ মুবারাক>>>>>ঈদ মুবারাক>>> ঈদ  মুবারাক

সবাই কেমন আচেন? অবশ্যই ভাল থাকার এ কথা। আমি সবসময় আপনাদের সামনে নিত্য নতুন টিপস নিএ হাজির হই। কিন্ত আজকে আমি আপনাদের সামনে কুনো টিপস নিএ কথা বলতে আসি নি। আজকে আমি আপনাদেরকে  একটা খুসির খবর দিতে এসেছি। নিশ্চয়ই title দেখে আপ্নারা বুজেই গেচেন।

সৌদি আরব সহ মধ্য প্রাচ্চের বিবিন্ন দেশে আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেচে। আগামিকাল (রবিবার) সৌদি আরব পবিত্র ঈদ উল ফিতর বলে দেশ্তির একটি গনমাধমে জানানু হয়াচে। সে হিসেবে আগামী সোমবার (২৬/০৬/১৭) বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। তাই techtunes পরিবারের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মুবারাক>>>>>ঈদ মুবারাক>>> ঈদ  মুবারাক

বিস্তারিত জানতে সৌদি আরব এর এই ওয়েবসাইট টি তে জেতে পারেনঃ http://atomcurve.com/1yzH

দোয়া করি সবার ঈদ ভাল  কাটুক। তবে একটি কথা ঈদ এর আনন্দে techtunes  কে ভুলে জাবেন না কিন্ত।

ঈদ এর পর আবার নতুন কুনো টিপস নিএ হাজির হব।

সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মত বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেজ

Level 0

আমি কাওসার আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস