অগ্রীম ইদের সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার 48 তম টিউন। বন্ধুরা সবাই ভাল আছেন তেো আজবের আলোচনার বিষয় হচ্ছে। কি ভবে দ্রুত কপি পেষ্ট করা যায়।আজকাল আমরা সবাই চাই যে খুব দ্রুত কপি পেষ্ট হয় সেই জন্যই আমি নিয়ে এলাম Supercopier v.5.00 এখনি ডাউনলোড করে নিন। সে সব বন্ধুদের দোকান আছে মান্যে ব্যবসায়ী যেমন ম্যেমরী কাড ডাউনলোড করে তাদের বিষেশ উপকারে আসবে। চিন্তা না করে এখনই ডাউনলোড করে নিন Supercopier v.5.00। আমার দেয়া টিউনটি যদি কারো উপকারে আসে তা হলে আমার কষ্ট স্বার্থক হবে। তো চলুন দেখি কি ভাবে করব ডাউনলোড। প্রথমে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। সাধারন নিয়মে ইনষ্টল করুন।
এবার এখান থেকে চিত্রে দেয়া সেটাব অপশনে ক্লিক করুন। আর ওথান থেকে সেটিং করুন।
নিচের চিত্রে দেয়া সেটিং এর মত সেটিং করবেন। আর কিছু করতে হবেনা। এবার থেকে 5 গুন স্পিড বেরে যাবে।
বন্ধুরা সবাই ভাল থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। যদি এই টিউনটি কেউ আমার আগে করে থাকেন ক্ষমা চেয়ে নিচ্ছি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
Rar file is corrupted, Please right this.