সবার কাছে একটাই কথা সুনি ভাই freelenching এ মাসে কত টাকা হয়?
ভাই আমি কি পারব?
ভাই এইটা কি খুব কঠিন?
মাসে কত টাকা আসতে পারে আমার?
প্রথমে বলি হ্যাঁ আপনি পারবেন
২য় না এইটা খুব কঠিন না
আপনি যেমন কাজ পারবেন তেমন টাকা আসবে মাস এ।আসলে কাজ না পারলে তার কোন জায়গা frrlenching এ নেই ভাই।আগে কাজ সিখতে হবে।
এখানে ও অনেক topic আছে প্রথম প্রথম আসলে সব কাজ ই মনে হয় পারব আসলে সব কাজ তো একসাথে করা সম্ভভ নয়।তবে সব কাজ সম্পর্কে ধারনা থাকতে হবে।
কাজ অনেক আছে
1.SEO
2.CPA
3.Affiliyate
4.Youtube
5.Blogging
6.Content Writing
7.Web desing
8.Email Resurse
9.Database
10.Apps Devolop
11.SQL server devolop
12.SMM
এছারা ও অনেক কাজ আছে।আগে আপনাকে ভালো ভাবে select করতে হবে আপনি কোন কাজ টা করবেন। আমি Techtunes এ সব গুলো সম্পর্কে ই আপনাদের ধারনা দেওয়ার চেষ্টা করব।
আসা করি প্রতিদিন একটা করে Post করব।
আমার একটা Team আছে কাজ সেখাই আমি নিজে ও কম পারি তবে জতটুকু পারি তা আপনাদের সেখাতে চাই আমার কোন টাকা লাগবে না আগ্রহী রা যোগাযোগ করতে পারেন আর আমরা Online এ কাজ সম্পর্কে আলচনা করি একটা social media তে এখানে Join করতে পারেন এইটা Freelenching শেখানোর জন্যই করা
এখানে আপনাদের সাথে কথা হবে আজ এইতুকুই আর হ্যাঁ Tutment করুন আপনি কোন বিশয়ে post চান?
Techtunes এর সাথে থাকুন ভালো থাকুন
ইচ্ছা হলে আড্ডা দেওয়ার জন্য ও social media তে join করতে পারেন Daily24
আমি আবির সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।