সবাইকে রমজানের শুভেচ্ছা। আমাদের এই পৃথিবীতে সিলবাসের বাইরে কত ঘটনা/তথ্য ঘটে চলেছে, তার ব্যাপারে আমরা কতটুকুই বা জানি? এরকম কিছু অবাক করা, কিন্তু মজার ঘটনা আমি আজকে শেয়ার করব. সবই কিন্তু ইন্টারনেট মামুর কাছ থেকে ধার করে নেয়া।
১. কোকাকোলার রিয়েল ফর্মুলা পৃথিবীর সবথেকে গোপনীয় ফর্মুলা. এটি ভূগর্ভস্থ স্থানে অত্যন্ত গোপনীয়ভাবে সুরক্ষিত আছে. যা পাহারা দিচ্ছে একটি গোটা সশস্ত্র বাহিনী!
২. তুমি যদি কোনোরকমে ব্ল্যাকহোলে পতিত হও, তাহলে তুমি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও শেষ দেখতে পাবে!
৩. ইন্ডিয়াতে মারিজুয়ানার সাথে দুধ মিশিয়ে একধরনের নেশাজাত পানীয় (ভাং) পান করা হয়. এটা খুবই সাধারন ব্যাপার. যদিও মারিজুয়ানা গ্রহন ইন্ডিয়াতে অবৈধ, কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ভাং পান করা বৈধ!
৪. তোমার স্মার্ট ফোনের কর্মক্ষমতা, অ্যাপোলা মিশনে ব্যবহৃত কম্পিউটার থেকে দ্রুত!
৫. ইউকে তে একটি গবেষনায় দেখা গেছে যে, একজন নারী নূন্যতম দিনে ৯ বার নিজে কতটা দৈহিকভাবে আকর্ষনীয় সেই ব্যাপারে ভাবে!
৬. একজন মেয়ে, একজন ছেলের তুলনায় মিথ্যা বেশি বলে, কিন্তু তারা আবার মিথ্যা ধরায় অনেক পারদর্শী!
৭. দুবাই থেকে ফিলিপাইনে যাওয়ার সময়, বিমানে একজন মহিলা একটি বাচ্চা জন্ম দেয়, সেজন্য সেই বিমান সংস্থা, সেই বাচ্চাটির সারাজীবন তাদের বিমানে যাতায়াত ভাড়া ফ্রী করে দেওয়ার উদ্যেগ নিয়েছে!
৮. পৃথিবীর সবথেকে বেশি বিক্রিত পন্যের মধ্যে আইফোনের অবস্থান ২য়, আর রুবিক্স কিউব এর অবস্থান ১ নম্বরে!
৯. স্প্যানিস জাতীয় সংগীতে কোনো শব্দ নেই!
১০. মধু কোনোদিন নষ্ট হয়না. তুমি ৩০০০ বছর পুরনো মধুও নির্দ্বিধায় খেতে পারো!
১১. পিরামিড বানানোর সময়ও পশমী ম্যামথের অস্তিত্ব ছিলো!
১২. আলোর প্রতিটি ফোটন কণার সূর্যের কোর থেকে সূর্যের পৃষ্ঠে আসতে ৪০,০০০ বছর সময় লাগে. আর, সূর্যের পৃষ্ঠ থেকে পৃথিবীতে আসতে মাত্র ৮ মিনিট সময় লাগে!
১৩. টারডিগ্রেডস (Tardigrades), মাত্র ০.৫ মিলি দৈর্ঘ্যের ক্ষুদ্র প্রাণি, পার্থিব যেকোন জায়গায়ই টিকে থাকতে পারে. এমনকি মহাশূণ্যেও!
আজকে এই পর্যন্তই. এগুলো বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইট থেকে সংগ্রহ করা আর অনুবাদক আমি নিজেই. এজন্য এরকম কোনো তথ্য যদি কেউ আগে টিউন করে থাকে তাহলে, তার কাছে আমি ক্ষমাপ্রার্থী আর নতুন হিসেবে ভূলত্রুটি সুধরে দেয়ার অনুরোধ করছি. পরেরবার ইনশআল্লাহ্ আরও ভালো বিষয় নিয়ে টিউন করব, ধন্যবাদ।
আমি আবদুল্লাহ্ আল আরাফ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।