ভাস্কর্য এবং পুরাকৃতিগুলো বারাবরই আমাকে টানে। দেখতে আসলেই ভালো লাগে। কিভাবে ধীরে ধীরে শিল্পীর আঙ্গুলের কাজে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যখন তা একটা পূর্ন রুপ পায় তখন তা আসলেই দেখার মত জিনিস হয়। অনেক সময় সেই শিল্পীর কল্পনা বাস্তবতাকেও ছাড়িয়ে যায়।
আপনারা জানেন এই কিছুদিন আগেও কক্স বাজারে বালু ভাস্কর্য প্রদর্শনী হয়ে গেছে। কিন্তু ব্যাস্ততার কারনে যাওয়া হয়নি। যারা গিয়েছেন তারাও বলেছেন বেশ দেখার মত হয়েছে। দুঃখের ব্যাপার হল এর কোন ছবিও সংগ্রহে রাখতে পারি নাই। আর এরই মাঝে কয়েক সপ্তাহ আগে জাপানে হয়ে গেল আন্তর্যাতিক বালু ভাস্কর্য উৎসব। জাপান যাওয়ার তো প্রশ্নই আসে না। তবে এই ফিস্টিভালে অংশ নেয় ১০টি রাষ্ট্র। এই রাস্ট্রের শিল্পীরা ২৭০০ টন বালু নিয়ে দুই সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করে তৈরী করে তাদের শিল্পকর্ম। আজ সেই শিল্পকর্মেরই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব -
আশা করি আপনাদের ভালো লাগবে। আর কোনটা বেশী ভালো লাগল জানাতে ভুলবেন না ........
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
ভালো জিনিষ শেয়ার করেছেন।
এবার আমি করি দেশের টা
http://forum.projanmo.com/viewtopic.php?id=11034