২০১৭ সালের এস.এস.সি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করবেন যেভাবে

২০১৭ সালের এস এস সি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহষ্পতিবার। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে
এই ফলাফল ঘোষণা করেন। এ বছর নতুন প্রক্রিয়ায় খাতা মূল্যায়নের জন্য আগের বছরের তুলনায় জিপিএ-৫ এবং পাশের দুটোই কমেছে। এর প্রভাব পড়েছে এস.এস.সি পরীক্ষার্থীদের উপর। পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে তারা যেমন আনন্দে উল্লাসিত হয়েছে, আর যারা পরীক্ষায় আশা কাঙ্খিত ফলাফল করতে ব্যর্থ হয়েছে তারা অনেকেই হতাশায় ভুগছে। যাদের ফলাফল আশা কাঙ্খিত হয়নি বা ফলাফল নিয়ে সন্তুষ্ট হতে পারে নি, প্রতিবছরের ন্যায় তাদের জন্য থাকছে খাতা পুননির্রীক্ষণের সুযোগ।

আজ শুক্রুবার. ৫ মে থেকে -১১ মে পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে খাতা পুননির্রীক্ষণেরজন্য আবেদন করা যাবে।

যেভাবে  খাতা মূল্যায়ন করবেন জন্য আবেদন করবেন:

আবেদন করতে মোবাইলে মেজেস অপশনে গিয়ে লিখতে হবে RSC লিখে <space> দিয়ে বোর্ডের নামের তিন অক্ষর  Board <space> (যেমন Dhaka হলে DHA)
লিখে <space> বিষয় কোড লিখে Code (আপনি যে বিষয়ের খাতা পুনর্নিরক্ষণ করতে চান সে বিষয়ের কোড দিতে হবে) তারপর পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। ফিরতি এস.এম.এসে আবেদন বাবাদ কত কাটা হবে তা জানিয়ে পিন নম্বর দেয়া হবে। আবেদন করতে ইচ্ছুক হলে RSC লিখে <space> দিয়ে Yes লিকে স্পেস দিয়ে Pin পিন নম্বরটি লিখে <space> দিয়ে একটি নিজস্ব মোবাইল লিখে 16222 নম্বের পাঠাতে হবে। প্রতি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা করে ফি কাটা হবে। যেসব বিষয়ে দুইটি পত্র রয়েছে যেমন (বাংলা, ইংরেজী) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং ফি কাটা হবে ২৫০ টাকা। একই এস.এম.এসের মাধ্যমে একাধিক বিষয়ের আবেদন করা যাবে। সেক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে (,) দিয়ে লিখতে হবে।

টিউনি প্রথম প্রকাশ করা হয়েছে : IT CARE WORLD সাইটে।

Level 2

আমি IT CARE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

IT CARE WORLD এরপক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। অাইটি কেয়ার ওয়াল্ড একটি তথ্য প্রযুক্তি এবং টেকনোলজি সর্ম্পকিত কমিউনিটি ব্লগ সাইট। এই সাইটের মাধ্যমে অাইটি বিষয়ক অাপডেট, অাইটি শিক্ষা, টিপস এন্ড টিক্স, টিউটোরিয়াল, টেকনোলজি ডিভাইস পরিচিতি ও তার ব্যবহার, অাইটি পন্যের বাজার-দর, অাইটি জবস, ফ্রিল্যান্সিং এন্ড অাউডর্সোসিং, জেলা ভিত্তিক অাইটি নিউজসহ বিভিন্ন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub dorkari post

    Thanks!
    আপনাকে ”IT CARE WORLD” আইটি কমিউনিটি এন্ড ব্লগ সাইটে স্বাগত জানাচ্ছি। সাইটি ভিজিট করুন আশা করি ভালো লাগবে।