بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?আশা করি সববাই ভাল আছেন। টেকটিউনসএ এটা আমার ৯ নাম্বার টিউন। টাইটেল দেখেইত মনে হয় বুঝে গেছেন যে কি নিয়ে আলোচনা কররা হবে।তাহলে বেশি কথা না বললে কাজের কথায় আসি। আজ আমি আপনাদের সাথে যে ব্যাপার টা নিয়ে আলোচনা করবো তা একটু ভিন্ন রকম।
লাখ টাকা খরচ কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন, কিন্তু কাজ করার পূর্বে কি কি বিষয় লক্ষ রাখা উচিৎ তা কি জানেন ? বিল্ডিং এর কলাম ঢালাই করার পূর্বে এবং পরে যে সকল কাজ করণীয়। আগে বলে রাখি আমার বাংলা টাইপিং ভাল নয়, তাই কোন প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন।
আমি মনে করি সকল সিভিল ইঞ্জিনিয়ার এবং যারা বাড়ি নির্মাণ করার চিন্তা করসেন তাদের জন্য এই ভিডিও গুলো খুবে গুরুত্বপূর্ণ। আপনি লাখ টাকা খরচ কোরে স্বপ্নের বাড়ি তৈরি করছেন কিন্তু কিছু দিন পরে দেখতেছেন আপনার মাথার উপরে
যে ছাদ টা আছে তার বিতর থেকে পানি পড়ছে। এতো কষ্টের টাকা দিয়ে যখন বাড়ি টা তৈরি করলেন আর ৫ বছর
না যেতে এই অবস্থা।
তখন হয় তো আপনার কাছে ভালো লাগবে না। তখন আপনার মনে হবে যে আপনি যে ইঞ্জিনিয়ার এর মাধ্যমে কাজ টা করিছেন সে হয় তো কিছু ভুল করসে, এই রকম অনেক কিছু আপানর মনে আসতে পারে। তাই এই সব কাজ করার সময় নিজে থেকে কাজ গুলা দেখে নিবেন এবং বুঝে নিবেন।
# আপনি যদি আপনার বাড়ি তৈরি/ডিজাইন করার জন্য কোন ইঞ্জিনিয়ার নিয়োগ করেন/করার চিন্তা করে থাকেন তা হলে
তাকে নিয়োগ এর পূর্বে সে কাজ পারে কিনা এই সব ব্যাপার জেনে শুনে তার পরে তাকে কাজ করানোর জন্য নিবেন।
এবং কি ভাবে দাফে দাফে কাজ গুলো সম্পান্ন করবে। সব বিষয় নিয়ে আমি একটি ভিডিও টিউটরিয়াল তৈরি করেছি। ভিডিও টি মোট ৩ পর্বের তার মধ্যে ২ টা পর্ব আজকে পাবেন, বাঁকি একটা পর্ব পরবর্তী তে সময় পেলে আপনাদের সাথে শেয়ার করবো।
Shattering Details, Rod Binding & Beam Set Instruction। প্রথম পর্ব
Slab Rod Binding Check List Casting।২য় পর্ব।
আমি ঢালাই এর পূর্বে কি কি কাজ করা লাগবে সেই ব্যাপার গুলো ভিডিও এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যাতে আপনাদের বুঝতে কোন সমস্যা না হয়। আশা করি ভিডিও গুলো আপনাদের কাসে ভালো লাগবে। আর কোন ভুল থাকলে সেটি ধরিয়ে দিবেন।
আমার YouTube চ্যানেল এই সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য আরো অনেক ভিডিও আছে দেখতে পারেন। Channel Link
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
Email : [email protected]
Fb ID : ফেসবুকে আমি
আমি আবীর এ হাপযু। Sub-Assistant Engineer, Civil Engineer, Uttara Model Town। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 31 টিউনারকে ফলো করি।
I am in a journey of perpetual learning. I learn all the time and progress everyday. But I believe that the learning process can be much more efficient than it is now. I am visual learner and visual learning is way faster than reading. So I make slides about the...
https://www.facebook.com/permalink.php?story_fbid=1632500230397609&id=1508253516155615
নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে লেখা সংগ্রহ করে বা কপি পেস্ট করে নিজের নামে টিউন করা আপনার মৌলিক ও সৃজনশিলতা কে ব্যহত করে এবং টেকটিউসে তা সম্পূর্ণ নিষিদ্ধ। টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন। টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণদোণা দেয়।