আজ আমি কিছু বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শপিং সাইটের রিভিউ দিবো, নিজে ক্রয় করেছি সেখান থেকে অভিজ্ঞতা থেকে বলছি।
আজকের পর্বে যে যে সাইট আলোচনা করব, Ajkerdeal.com, Akhoni.com, Jemonkhushi.com, Priyoshop.com, Daraz.com.bd, Kaymu.com.bd & বোনাস হিসেবে থাকছে কুরিয়ার রিভিউ।
পন্য কোয়ালিটিঃ পন্য কোয়ালিটি ভালো, বিগ কালেকশন, প্রায় সব প্রকারের পন্যই আছে এবং সব দামের ই আছে, তবে প্রায় ৮০% ই বেটার কোয়ালিটি, নট বেস্ট। বেস্ট আছে তবে সংখ্যায় কম।
দামঃ দামের দিক দিয়ে রা খুব ভালো, কোয়ালিটি অনুযায়ি পারফেক্ট দাম রাখে এরা।
প্যকেজিংঃ এদের প্যকেজিং আশানুরুপ ভালো না, এদের থেকে আরো বেটার কোয়ালিটি আশা করেছিলাম প্যকেজিং এ।
সার্ভিসঃ হা এরা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে, পন্যের সমস্যা থাকলে তারা সেটা পালটিয়ে দেয়। এবং হেল্প লাইন সব সময় ভালো। কিন্তু ডেলিভারি খরচ টা নরমাল। ৩-৭ দিনের মাঝে পন্য পেয়ে যাবেন
রেটিং ৭/১০
পন্য কোয়ালিটিঃ যথেস্ট ভালো, বিশাল কালেশন তাদেরও। এদের কোয়ালিটি আজকের ডিল থেকে একটু বেশী ভালো। সব দামের পণ্যই আছে এখানে।
দামঃ এরাও দামের দিক দিয়ে খুব ভালো, কোথাও কোনো এক্সট্রা চার্জ নেই, এবং পন্যের কোয়ালিটি বুঝে দাম রাখে।
প্যকেজিংঃ এদের প্যকেজিং অনেক ভালো।
সার্ভিসঃ এদের সার্ভিস ও ভালো, বাট কল সেন্টার একটু স্লো। ডেলিভারি চার্জ নরমাল। ৩-৫ দিনের মাঝে পন্য পাবেন।
রেটিংঃ ৭.৮/১০
পন্য কোয়ালিটিঃ পন্যের কোয়ালিটি মিডিয়াম, অল্প কিন্তু ইউনিক কালেকশন আছে তাদের।
দামঃ এরা আমার দেখা সব থেকে কম দাম রাখত, বাট এখন একটু বেড়েছে।
প্যকেজিংঃ মিডীয়াম
সার্ভিসঃ সার্ভিস ভালো, ব্যবহার ভালো, এক্টিভ, ডেলিভারি চার্জ সব থেকে কম ছিল, বাট এখন একটু বেরেছে, তাও সবার থেকেই কম। এবং ৩-৭ দিনের মাঝেই পন্য পাবেন
পন্য কোয়ালিটিঃ যথেস্ট ভালো, কালেকশন মোটামুটি অনেক, সব ধরনের প্রোডক্ট ই আছে।
দামঃ সাভাবিক দাম, খুব বেশী নয়।
প্যকেজিংঃ এরাও প্যকেজিং ভালো করে।
সার্ভিসঃ এদের কল সেন্টার ভালো, সার্ভিস ভালো, বাট প্রোডাক্ট পেতে ৫/৭ দিন লাগে। ডেলিভারি চার্জ নরমাল।
রেটিংঃ ৭.৫/১০
পন্য কোয়ালিটিঃ প্রায় ৭০% জেনুইন প্রোডাক্ট, কিন্তু মোবাইল এর ক্ষেত্রে ৮০% কপি ফোন। জামাকাপর ড্রেস এর জন্য বেস্ট, দেশি বিখ্যাত ব্রান্ড সহ সব ধরনের প্রোডাক্ট আছে খানে। এবং হিউজ পরিমান কালেকশন তাদের।
দামঃ প্রোডাক্ট কোয়ালিটি যেহেতু বেস্ট, সেহেতু দামটাও একটু বেশি, কোয়ালিটি বুঝে দাম রাখে এরা।
প্যকেজিংঃ বেস্ট, অসধারন এই ক্ষেত্রে তারা।
সার্ভিসঃ লাইভ চ্যট সংগে সঙ্গেই রিপ্লাই দেয়, সব সময় এক্টিভ। ডেলিভারি চার্জ টা এক্তু বেশি, ১০০ টাকা, সবার থেকে বেশী। কিন্তু আপনি যদি ৭৫০ টাকার বেশি বাজার করেন তাহলে ফ্রি। প্রোডাক্ট পেতে ৭-১৫ দিন লাগবে, এটাই সব থেকে বড় সমস্যা। আমি ৫ বার মার্কেট করেছি একটা পেয়েছিলাম ১ মাস পরে, বাকি গুলো ১৫ দিনের মাঝেই।
রেটিংঃ ৮/১০ (৯ দিতাম যদি টাইম কম লাগতো)
প্রোডাক্ট কোয়ালিটিঃ অনেক ভালো কালেকশন, কোয়ালিটি সেলার বুঝে।
দামঃ সব থেকে খারাপ, অন্যান্য সাইটে যেটা ২০০ সেটা এখানে ৩০০। যঘন্য।
প্যকেজিংঃ এটা যথেস্ট ভালো।
সার্ভিসঃ যথেস্ট লো ক্লাস। ভাবাই যায় না তাদের পার্টানর দারায এর পরিপেক্ষিতে এদের সার্ভিস এর কথা। ডেলিভারি টাইম ১৫-২০ দিন।
এবং সব থেকে খারাপ হল এদের প্রতি প্রোডাক্টে আলাদা আলাদা চার্জ, অন্য সাইটে যেখানে যত কিনুন ১ টা চার্জ, এখানে প্রতি প্রোডাক্ট এর আলাদা চার্জ। এবং তাও ১০০-১৫০ এর মাঝে নেয়।
রেটিংঃ ৫/১০
এখন দিবো কুরিয়ার রিভিউঃ আজকের পর্বে থাকছে সুন্দরবন, কন্টিনেটাল, এবং এস এ পরিবহন।
সুন্দরবনঃ এদের সার্ভিস খুব ভালো, দ্রুত প্রোডাক্ট এরা এনে দেয়।
কন্টিনেন্টালঃ সার্ভিস মোটামুটিঃ কিন্তু এরা প্যকেজ আগেই খুলে দেখে, আমার ৫ বার এটা করেছে, আমি জানি না এটা আমার এখানেই নাকি অন্য যায়গায় ও।
এস এ পরিবহনঃ বেস্ট, চেস্টা করবেন এটায় নিতে, ঝামেলা মুক্ত, ক্যশ অন ডেলিভারি।
আজ এই পর্যন্তই, সামনে অন্যদিন বাকি সাইট গুলোর রিভিউ দেয়ার চেস্টা করব। ধন্যবাদ, সাথে থাকুন।
আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর।