এখনও উইনডোজ 10-এ হাইবারনেট ফিচারটি চালু করতে পারেননি ?তাহলে টিউনটি দেখুন।

আস্সালামু আলাইকুম। আমি মো: আল-আমিন।

টেকটিউনস  এর সাথে অাছি অনেকদিন। তেমন একটা লিখা হয় না। তবে  এখন থেকে নিয়মিত লিখার চেষ্টা করবো।

অাজকে আমরা দেখাবো- কিভাবে উইনডোজ 10-এ হাইবারনেট অপশনটি চালু করবেন।

যারা জানেন না, তাদের জন্য বলছি --- হাইবারনেট হচেছ উইনডোজ 10 এর এমন একটি ফিচার, যার মাধ্যমে আপনি, কম্পিউটারের অনেক ‍গুলো সফটওয়্যার চালু রেখেই, কম্পিউটার বন্ধ করতে পারবেন। এরপর অাপনি যখন কম্পিউটার চালু করবেন, তখন যে সফটওয়্যার যেভাবে রেখেছিলেন ঠিক সেভাবে থাকা অবস্থায় কম্পিউটার চালু হবে। এ সময় কম্পিউটার অনেক দ্রুত চালু হবে।

https://www.youtube.com/watch?v=djk4u0KvEpQ

অাপনি চাইলে ভিডিও টি দেখে সহজেই চালু করতে পারেন।

চলুন  এবার শুরু করি

1. প্রথমে  আপনার উইনডোজ 10-এর স্টার্ট বাটনের পাশের সার্চ বক্সে লিখুন-    Power Option

তারপর Power Option এ ক্লিক করুন।

2. পেজের বাম পাশ থেকে Choose What the power Buttons do লিখাতে ক্লিক করুন।

3. তারপর পেজের উপরের দিকে Change settings that are currently unavialble লিখাতে ক্লিক করুন।

4. এবার নিচ  থেকে  Hibernate (Show in Power Menu) -এ  টিক চিহ্ন দিয়ে দিন।

5. সবার শেষে Save Changes -ক্লিক করে বের হয়ে আসেন।

এই ধরনের সমস্যার সমাধান, প্রযুক্তি বিষয়ক টিপস  পেতে চাইলে  , আপনি আমার  ইউ-টিউব  চ্যানেলটি তে  সাবস্ক্রাইব করতে পারেন।

চ্যানেল লিংক

ফেসবুক পেজ লিংক

আমার ফেসবুক প্রোফাইল লিংক

খুব শীঘ্রই পরবর্তী টিউন নিয়ে অাসব। ইনশাআল্লাহ। ভাল থাকবেন সবাই।

ধন্যবাদ সবাই কে। টেকটিউনস  এর সাথে থাকুন।

Level New

আমি Alamin Islam Redoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

আমার win 10 pc তে মোবাইল হসপট অপসন আছে but চলছেনা সমাধান জানাবেন

প্রথম টিউমেন্ট করার জন্য ধন্যবাদ।

অাপনার পিসি তে একটা ল্যান কার্ড লাগাতে হবে,অথবা ইউএসবি রাউটার কিনে লাগাতে হবে।