কালো টু ফর্সা – সত্যি সত্যি আজ ফর্সা হওয়া কৌশল জানবেন Photoshop cs8

কালো টু ফর্সা - সত্যি সত্যি আজ ফর্সা হওয়া কৌশল জানবেন Photoshop cs8

প্রিয় টেক বন্ধুরা সাবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহ রহমতে ভালো আছি। সব থেকে বড় কথা হলো নেট ছাড়া থাকতে পারিনা। আর আমার এক ছোট ভালো বললো আমাকে কালো মানুষগুলোকে ফর্সা করা শিখাতে হবে। ত আমি আর না করতে পারলাম না তাই বানিয়ে ফেললাম,ভাবলাম বিষটা সবার সাথে শেয়ার করি,কারো না কারো উপকারে আসতে পারে। ত যারা ছবি কালো টু ফর্সা করতে না পারে তাদের জন্য আজকের এই টিউন। ত আমি ফটোসপ ৮ সিএস ব্যবহার করেছি।

 

পূর্বে ছবিটির অবস্থা এবং কাজ করার পরে অবস্থা দেথুন।

 

বন্ধুরা অবস্থা থেকে বুঝতেই ত পারছেন,দেশে আর কালো থাকবেনা।

তাই সবা্র সুবিধার্থে আমি ভিডিও টিউটরিয়াল করেছি। টিউটরিয়াল টা অতি সংখেপে সটকারের মাধ্যমে করা হয়েছে,যাতে করে ফটোসপের বিস্তারিত না জেনেও আপনি কাজটি ভালো ভাবে করতে পারবেন। ত আজকের মত এখানেই বিদায় নিলাম

নিচে ভিডিও লিংকে ক্লিক করে দেখুন। তারপরও যদি মনে করেন যে বুঝতে কোন জায়গায় সমস্যা আছে,তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি সাধ্যমত চেষ্টা চালাবো,আপনাদের সমস্যা সামাধানের জন্য।

 

 আল্লাহ হাফেজ

ফেইসবুকে আমাকে পেতে : https://web.facebook.com/rezaul.karimhira.5

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি Soudia Computer Center। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার জানা ছিল না আপনাদের জন্য Photoshop cs8 উন্মুক্ত করা হয়েছে ।