আমরা যারা মোটামুটি বেশ কিছুদিন যাবৎ নেট ব্যবহার করে আসছি তারা এই ব্যপারটা আমরা অনেকেই জানি যে ভাইরাস কোডারদের পছন্দের দিনটি আগামীকাল অর্থাৎ ১লা এপ্রিল। গত বছর এই দিনে "কনফ্লিকার সি" নামে একটি শক্তিশালি ওয়ার্ম সারাবিশ্বে ৯০ লাখেরও বেশী পিসিকে আক্রান্ত করেছিল। তবে এবার এর নতুন ভার্সন আরো শক্তিশালী হয়ে আক্রমন করতে পারে আগামীকাল - এমনই বক্তব্য গত কয়েকদিন যবত বিভিন্ন ব্লগে বিভিন্ন এক্সপার্টরা দিয়ে আসছিলো।
আজ প্রথম আলোতে এর ব্যাপারে আর্টিকেলটা পড়ার পর এবং গত কয়েকদিনের ঘাটাঘাটিতে একসময় এর প্রতিকার খোজাটা জরুরী বলে মনে করি। যেহেতু আমার মত অনেকেই এ্যান্টিভাইরাস কোডার নন ....তাদের জন্যে প্রতিকারের ব্যবস্থা করাটাই শ্রেয়। এই পর্যন্ত দুটি রিলায়েবল টুলকে আইডেন্টিফাই করতে পেরেছি। সে দুটি আপনাদের জন্যে তুলে ধরছি -
এফ সিকিউর কনফ্লিকার রিমুভাল টুল
তবে অন্যান্ন এ্যান্টিভাইরাস মেকাররা তাদের ভার্সনগুলো আপডেটেড থাকলে বিপদমূক্ত থাকা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
টিউনটা আরো আগে করা উচিৎ ছিল তবে বাড়িতে না থাকায় করতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত।
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
Zicobabyer Translate টা পড়ুন Thnx TinTin। কিছু অন্যান্য অল্প দিন আগেতে এইটির সম্বন্ধে পড়ুন ব্লগিং করুন। কিন্তু আমরা panicতে হতে প্রয়োজন dontই, যদি আমরা warming আমাদের জন্য যেকোন রেজিষ্ট্রীকৃত এবং আপডেটকৃত anti-virus soft. Thnx, পুনরায় ব্যবহার করি
হা হা আমিও আজকে এইটা নিয়া ঘাটাঘাটি করিয়া ইসেটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করিলাম। আর একটা কম্পিউটারে গিয়া নিজে স্বচক্ষে এপ্রিলের ভাইরাস দেইখা আসিলাম। ছবিটা দিয়া দিতাম কিন্তু ছবিটার প্রিন্ট স্ক্রীন নিতে পারি নাই বিকছ কম্পিউটার টু স্লো ।
Thnx TinTin.
Read about it in some other blogs few days ago. But we dont need to be in panic, if we use any registered and updated anti-virus soft.
Thnx again, for warming us 🙂