ভিস্তায় সাউন্ড সমস্যা

টিউন ভাইয়েরা, আমি ভিস্তা ব্যাবহার শুরু করলাম ১ সপ্তাহ হয় কিন্তু এখনো পর্যন্ত আমি আমার সাউন্ড কার্ড ইন্সটল করতে পারলাম না, কেউ কি জানেন ভিস্তায় কিভাবে ক্রিয়েটিভ ভাইব্রা ১২৮ ইন্সটল করতে হয়। কোন ভাবে .inf ফাইল editing  করে বা অন্য কোন কায়দায়, কার জানা থাকলে আমাকে জানান। আরো ১টা ব্যাপার, আমার ভিস্তা ৩০ দিনের ট্রায়াল, এটা কিভাবে দূর করা যায়, তাও সম্ভব হলে জানাবেন।

Level 0

আমি দূরবীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চেষ্টা থাকে ছোট জ্ঞানকেও বড় করে দেখার ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Creative Vibra 128 driver তো এক্সপি তেই ঠিকমতো Install করা যায় না।
Vista জন্য কোন driver এটার নেই। আর Vistar driver architecture is totally different.
মনে হ্য় না .inf বা অন্য উপায়ে করা যাবে।

উল্লেখ্য, ভিসটাতে সাউন্ড না পাওয়া একটা কমন্ সমস্যা। আমার বিল্টইন সাউন্ড কার্ডেও ভিসটাতে সারাউন্ড সাইন্ড পেতে অনেক সমস্যা হয়েছিল। পরে রিয়েলটেক থেকে সাউন্ড কার্ডের ড্রাইভার ডাওনলোড করে সমস্যার সমাধান হয়।
আপনি
http://www.windows-vista-update.com/Windows_Vista_drivers.html
http://driverzone.com/
http://www.softwarepatch.com/windows-vista-drivers/windows-vista-drivers.html
সাইট গুলো তে একটু খোঁজ করে দেখতে পারেন।

আর বর্তমানে বাজারে ভিসটার যেসব ডিভিডি পাওয়া যায় সেগুলো তো এ্যাকটিভেটেড থাকে। কোন সিডি-কি ছাড়াই ভিসটা আলটিমেট ইনস্টল হয়ে যায়।
তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে পাইরেসি কে না বলে কোন লিনাক্স ডিস্ট্রো-তে (উবুন্টু ব্যবহারকারী হিসেবে এইটি আমার অন্যতম পছন্দ) করুন। 🙂