মুক্তিযুদ্ধের ইতিহাস – ড. মুঃ জাফর ইকবাল

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। মুক্তিযুদ্ধের ইতিহাস টিউনের টাইটেল হলেও আমি কিন্তু মোটেও ইতিহাস লিখতে আসি নাই। সবাইকে ইতিহাস পড়তে উদ্বুদ্ধু করতে এসেছি। তবে মূল ঘটনাটা ঘটিয়েছেন আমাদের সবার প্রিয় ড. মুঃ জাফর ইকবাল স্যার। কয়েকদিন আগে ছুটির দিনের একটি সংখ্যা থেকে জানতে পেরেছিলাম যে তার মাথায় একটি আইডিয়া এসেছে যে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস সবচেয়ে সংক্ষেপে লিখবেন। যেন এক বসাতে পড়ে ফেলা যায়। এবং প্রত্যেকটি কথার রেফারেন্স থাকবে যেন সন্দেহের কোন অবকাশ না থাকে। তবে এত সংক্ষেপে লেখা মোটেই সহজ ব্যাপার ছিল না। সবই সম্ভব হয়েছে তার মত মানুষের আন্তরিকতা এবং তার সহযোগীদের সাহায্যে।

বইটি এখন হার্ডকপি তে পাওয়া যাচ্ছে। মূল্য হয়ত ১০ - ২০ টাকার মধ্যেই হবে। এবং স্যারের অনুমতিক্রমে এই বইটির একটি পিডিএফ ভার্সনও রিলিজ করা হয়েছে। আমি আশা করব আমার প্রত্যেকটি টিউনার বন্ধুই বইটি পড়বে।

বইটি টিউনার বন্ধুরা এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছো জানিয়ে শেষ করছি।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিনটিন ভাই আপনাকে ধন্যবাদ এই মুক্তিযুদ্ধার মাসে আমাদের কে স্বাধীনতার ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য… আমরা বাঙ্গালী হিসেবে প্রত্যেকের উচিত সঠিক ইতিহাস জানার।(আজকাল আবার ইতিহাস বিকৃত করা হচ্ছে তো তাই বললাম)এ জন্য আমাদেরকে আরও সতর্ক হওয়া উচিত…………।

টিনটিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ছুটির দিনেতে পাওয়ার পর থেকেই পড়ার আগ্রহ ছিল।

আজ এই স্বাধীনতা দিবসের দিনে এই টিউনটি যদি নির্বাচিত টিউন হিসেবে থাকত তাহলে মন হয় আরো ভাল হত।

স্বাধীনতা না পেলে আমরা বাংলাতে টিউন করতে পারতাম না। তাই আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি তাই সবাই মনে রাখা উচিৎ।

Level 0

Shakil bhai , apni 100% thik bolcen.ey bapare apnar sathe ami ekmoto

Level 0

xcellent job………

Level 0

ভাল লাগলো।

আমি আগেই পড়েছি। প্রতিটি বাঙালীর এই বইটি পড়া উচিৎ বলে আমি মনে করি।

Level 0

ধন্যবাদ আিম এিট খুজিছলাম………..