টেকটিউনসকে বলছি ৭০ word না হইলে আমাদের টিউন delete করে দেয়া হয়। তাহলে আমার প্রশ্ন এই যে অনেকে শুধু লিংক দিয়ে টিউন করে এখানে কয়টা word আছে গুনে দেখবেন... আমাদের মনে রাখা দরকার এখানে যত টিউনার আছে তাদের থেকে অনেক বেশি মানুষ এই সাইট পড়ে। কেন পড়ে জানেন কারন বাংলায় লেখা বলে। so আমার মনে হয় শুধু লিংক শেয়ারের জন্য এখানে টিউন করার প্রয়োজন নাই। কারন লিংক গুলাতে ইংলিশই লেখা থাকে। এমন লিংক শেয়ার করা যেতে পারে যদি কোন সফটওয়ার ডাউনলোড করতে হয়। টেকটিউনসের যারা উদ্যোক্তা তারা ব্যাপারটা খেয়াল করবেন প্লিজ।
আমি Clock Speed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 262 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Clock Speed A Simple Naughty Human.... Friends R My Life.. I Love Technology Also
ব্যাড বয় ভাইয়ের সাথে আমিও একমত।আর একটি কথা টিউনার ভাইদের উদ্দেশ্যে তা
হলো যারা টিউন করবেন অনুগ্রহ করে ভাই বাংলায় টিউনটা বর্ণনা করবেন।তাতে আমার মতো
যাদের ইংরেজীতে এলার্জি আছে তাদের জন্য বুজতে অনেক সুবিধা হয়।আশা করি আপনারা এই কথাটা রাখবেন।
ধন্যবাদ সবাইকে।
সবার মন্তব্য পরলাম, এই বিষয়টি নিয়ে একটা আলোচনা দরকার ছিল । ধন্যবাদ ব্যাডবয়কে । উনি বিষয়টি তুলে ধরেছেন । আসলে যেকোন টিউনস সবার উপকার বা ভালো লাগবে এমনটি নাও হতে পারে। তাই বলে বিষষটি নিয়ে এইভাবে বাজে মন্তব্য করে পরিবেশ নষ্ট করার মানে আমি খুজে পাইনা । আর যারা আমাদেরকে সুন্দর সুন্দর টিউন উপহার দেন, তাদের বলছি, দয়া করে টিউনটা বাংলায় ও একটু পরিস্কার করে উপস্থাপন করলে আমার মনে হয় আরো ভালো হয় । আর একটা বিষয় ( আমার নিজস্ব মতামত) প্রচার ই প্রসার। টেকটিউনস সম্পকে যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমার মনে হয় আরো বেশি টিউনার ও পাঠক-পাঠিকা পাবো । কিভাবে এটা করা যায়, এই বিষয়টা নিয়ে সবাই একটু ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
আমিও আপনার সাথে একমত পোষন করছি।