টেকটিউনস এর দৃষ্টি আকর্ষন করছি

টেকটিউনসকে বলছি ৭০ word না হইলে আমাদের টিউন delete করে দেয়া হয়। তাহলে আমার প্রশ্ন এই যে অনেকে শুধু লিংক দিয়ে টিউন করে এখানে কয়টা word আছে গুনে দেখবেন... আমাদের মনে রাখা দরকার এখানে যত টিউনার আছে তাদের থেকে অনেক বেশি মানুষ এই সাইট পড়ে। কেন পড়ে জানেন কারন বাংলায় লেখা বলে। so আমার মনে হয় শুধু লিংক শেয়ারের জন্য এখানে টিউন করার প্রয়োজন নাই। কারন লিংক গুলাতে ইংলিশই লেখা থাকে। এমন লিংক শেয়ার করা যেতে পারে যদি কোন সফটওয়ার ডাউনলোড করতে হয়। টেকটিউনসের যারা উদ্যোক্তা তারা ব্যাপারটা খেয়াল করবেন প্লিজ।

Level 0

আমি Clock Speed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 262 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Clock Speed A Simple Naughty Human.... Friends R My Life.. I Love Technology Also


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমিও আপনার সাথে একমত পোষন করছি।

Level 0

আমিও একমত।

টেকটিউনসের ছোট টিউন সম্পূর্ণ আলাদা একটা ধারনা। এটা শুধু মাত্র লিংক শেয়ার করার জন্য সেটা বাংলা বা ইংরেজি যে কোন হতে পারে। মূল টিউনের সাথে এর কোন সম্পর্ক নেই। শুধু লিংক দিয়ে করা টিউন গুলোও ফিল্টার করা হয় যদি না সেটা প্রাসঙ্গিক না হয়। টেকটিউনস কোন ধরনের সেচ্ছাচারিতায় বিশ্বাস করে না বরং টিউনারদের অধিকার সবসময় প্রাধান্য দেয়। টেকটিউনসের টিউনের মান ঠিক রাখার জন্য আমাদের মূল টিউনগুলোকে ফিল্টার করতে হয়। অতিরিক্ত সমস্যা না হলে টেকটিউনসের কোন টিউনই মুছে ফেলা হয় না শুধু মাত্র প্রথম পাতা থেকে সরিয়ে নেয়া হয়। টেকটিউনস টিউনারদের কাছ থেকে সবসময় মান সম্মত টিউন আশা করে। দয়া করে ভুল না বোঝার জন্য এবং যে কোন অভিযোগের জন্য https://www.techtunes.io/contact/ ব্যবহার করার অনুরোধ করা হল।

ডিয়ার ব্যাডবয়, খুব সম্ভব টেকটিউনস আপনার করা ইউটিউবের করা টিউনটি বাতিল করেছে। আপনিই বলেই এই টিউনটা তে আপনি কী লিখেছিলেন? ইউটিউব খুলে দেয়া হল… ওরা এমন করে কেন…… এরকম। এই টিউনটাই যদি আপনি আপনার অনুভুতির কথা বিস্তারিত জানাতেন তাহলে আমরাও অনেক কিছু শেয়ার করতে পারতাম। আর আপনি শাকিল ভাইয়ের করা টিউন গুলোর কথা বলছেন? উনি বেশ কিছু টিউন শুধু লিংক দিয়ে করে এই অভিযোগ সত্য তবে এর মধ্যে বেশ কিছু কাজের টিউনও আছে। আমি কালকে সন্ধ্যায় ঐ টিউনগুলো দেখেছিলাম যার অনেকগুলিই আজকে সকালে আর দেখছি না। আমার মনে হয় টেকটিউনসই একমাত্র ব্লগ যার আলাদা ব্লগার অধিকার আছে। আর টেকটিউনকে ধন্যবাদ অফিশিয়াল মন্তব্য দিয়ে বিষয়টি পরিষ্কার করার জন্য।

@ শফিউল ভাই আপনাকে ধন্যবাদ। হা আপনার কথা ১০০% ঠিক। প্রথমে আমি বুঝতেই পাছিলাম না যে delete কেন হচ্ছে। পরে আমাকে জানানো হলো যে প্রাসঙ্গিক ও তথ্য সমৃদ্ধ টিউন না বলেই আমার টিউনটা delete করা হইছে। তখন আমার ভুল আমি নিজেই বুঝতে পারছি + আমার কিছু নতুন টিউনার বন্ধু আছে (২/৩ দিন হলো জয়েন করেছ।) ওদের টিউনও delete হচ্ছিলো ওদেরকেও এটা জানাইয়া দিসি। পরে ওরাও বুঝতে পারছে। কিন্তু এরপরও দেখলাম আমার করা সেই টিউনসের মতই ছোট কিছু টিউন, তখন আমি টেকটিউনসের সরনাপন্ন হইলাম। উনারা ভালো solution দিছেন. so এখন আমার কোন সমস্যা নাই।

আর একটা ব্যপার খেয়াল করবেন শফিউল ভাই ইদানিং টিউনস-এর কিছু মন্তব্যও দেখবেন মুখে যা আসে তাই বলে কেউ কেউ, এমন কি উল্লুক, গাধা কোন কিছুই use করা বাদ নাই। কিন্তু আমি মনে করি এসব আমাদের টেকউনস-এর জন্য ক্ষতিকর। আপনারও কি তাই মনে হয়না। অনেক দিন ধরে টেকটিনস-এর সাথে আছি পরিবেশ নষ্ট হলে ভালো লাগেনা।

টেকটিউন এর বক্তব্য পড়ে ভালো লাগল। তবে নতুন কিছু টিউনার তাদের মন্তব্য বেকুব,গাধা, ইত্যাদি যোগ করে এতে যেমন টিউনার এর লেখার আগ্রহ কমে যায়, তেমনি টেকটিউনের মানের ও প্রশ্ন সৃষ্ঠি হয়। টিউনের কি সমস্যা তা সরাসরি টিউনারকে জানিয়ে দিলে হয়। আর নতুন কোন টিউনার টিউন করার আগে যেন পূর্বের টিউনগুলো ঠিক মত পড়ে সেদিকে লক্ষ্য রাখা উচিত, তা না হলে একই টিউন বারবার পুণরাবৃত্তি হচ্ছে।

ব্যাড বয় ভাইয়ের সাথে আমিও একমত।আর একটি কথা টিউনার ভাইদের উদ্দেশ্যে তা
হলো যারা টিউন করবেন অনুগ্রহ করে ভাই বাংলায় টিউনটা বর্ণনা করবেন।তাতে আমার মতো
যাদের ইংরেজীতে এলার্জি আছে তাদের জন্য বুজতে অনেক সুবিধা হয়।আশা করি আপনারা এই কথাটা রাখবেন।
ধন্যবাদ সবাইকে।

ভাই আসলে আমি গতকাল কিছু টিউন করে ছিলাম যা বিস্তারিত ছিল না।যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে আমার টিউন গুলো করার মূল লক্ষ্য ছিল টেকটিউনের এ্যানিমেশন, হ্যাকিং এবং ইলেক্ট্রনিকস বিভাগ টা একেবারেই খালি যেখানে কেউ লিখেনা। তো একটা সাইটে একটা বিভাগ থাকবে কিন্তু তাতে কোন লেখা থাকবে না এটা খারাপ দেকা যায় তাই আমি তাতে কিছু ইলিমেন্ট যোগ করার চেষ্টা করেছি মাত্র। যাইহোক একজন সাধারন টিউনার হিসেবে আমি হয়ত সবার মত বেশী জানিনা তাই ভুল হয়েছে কিন্তু আমাকে তার জন্য মন্তব্যে এবং ফোন করে বাবা মাকে উদ্দেশ্য করে পর্যন্ত অশ্শ্লীল ভাষায় মন্তব্য করবে এটা কোন নীতিমালা? আর আমার মনে হয় বিস্তারিত বলতে সবাই যা করে সফটওয়্যার কিভাবে ইনষ্টল করবে তা কয়েকটি স্ক্রীনশট দিয়ে বণর্না করার কোন মানে হয় না। কারন এখানকার ভিজিটররা কেউ এমন না যে তারা সফটওয়্যার পেলে তা ইনষ্টল করতে পারেনা বা কোন সাইটে গেলে সেখানে রেজিষ্ট্রশন করতে পারেনা। আর যেসব সফটওয়্যারএর সন্ধান সবাই দেয় তা ব্যাবহার করার জন্য কিন্তু আমি যা দেই তা থেকে নতুন কিছু তৈরী করা যায়। যাই হোক আপনারা সবাই হয়তো আমাকে অনেক কিছুই বলতে পারেন। তবে ভদ্রতা বজায় রেখে মন্ত্ব্য করলে সাইটের পরিবেশ ভাল থাকে। আর হতবাক ভাই আপনি আমাকে এত অশ্লীল বাষায় গালাগাল করলেন তাতে আপনার চরিত্রই প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ।

আসলে এসব কি হচ্ছে, সবাইকে অনুরোধ করছি, টেকটিউনস আমাদের সবার অনেক প্রিয় সাইট Please এর পরিবেশ নষ্ঠ করবেন না।

সবার মন্তব্য পরলাম, এই বিষয়টি নিয়ে একটা আলোচনা দরকার ছিল । ধন্যবাদ ব্যাডবয়কে । উনি বিষয়টি তুলে ধরেছেন । আসলে যেকোন টিউনস সবার উপকার বা ভালো লাগবে এমনটি নাও হতে পারে। তাই বলে বিষষটি নিয়ে এইভাবে বাজে মন্তব্য করে পরিবেশ নষ্ট করার মানে আমি খুজে পাইনা । আর যারা আমাদেরকে সুন্দর সুন্দর টিউন উপহার দেন, তাদের বলছি, দয়া করে টিউনটা বাংলায় ও একটু পরিস্কার করে উপস্থাপন করলে আমার মনে হয় আরো ভালো হয় । আর একটা বিষয় ( আমার নিজস্ব মতামত) প্রচার ই প্রসার। টেকটিউনস সম্পকে যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমার মনে হয় আরো বেশি টিউনার ও পাঠক-পাঠিকা পাবো । কিভাবে এটা করা যায়, এই বিষয়টা নিয়ে সবাই একটু ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।

রে্টিুপয

ুািবকেস রকাততা

করতত্হর পডক্তদ াপকতা্‌ া্ত্