মেমোরী কার্ড সমস্যা

আমি 4 GB Memory Card Pen Drive (Memory Card টি বাইরের থেকে আনানো) হিসাবে ব্যবহার করি। এখন আমি যে সমস্যাটির মুখোমুখি হচ্ছি তা হলো Card টি কোনোভাবে Format করা যাচ্ছেনা।যদি Show Hidden Files On করা থাকে তবে Card এর মধ্য Found 00.chk নামক একটি Folder show করে যা Delete করা যাচ্ছে না। আমি Auto run eater, USB Disk Security সহ প্রায় সব Up-to-date Anti virus দিয়ে Card Scan করিয়েছি যারা কোনো Virus Show করে না। Memory Card দিয়ে বাকী সব কাজ করা যায় Format করা বাদে।

সমস্যা থেকে পরিত্রাণের উপায় চাই ?

Level 0

আমি ইমতিয়াজ উদ্দিন পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনি আপনার মেমরীকার্ডটি একবার LowLevel Format দিয়ে দেখতে পারেন।
সফটওয়্যারটি পাবেন এখানে ” http://hddguru.com/download/software/HDDGURU-Low-Level-Format-Tool/LLFsetup.2.36.1181.exe
লো-লেভেল ফরম্যাট নিয়ে আগে বোধ হয় টিউন করা হয়েছিল,আপনি একটু সার্চ করে দেখতে পারেন। দেখেন যদি কাজ হয়।
তবে সাবধান মেমরীকার্ড Format দিতে গিয়ে আবার HardDisk Format দিয়েন না। তাহলে সব শেষ।

আমার কাছে এক্তু ভিন্ন সমাধান আছে। puppy Linux ডাউনলোড করে, CD থেকে রুন করুন, তার পর Gparted দিয়ে ফরমাট করুন। সহজ সমাধান।

আপনি কোন nokia সেট এ Memory Card টি ডুকিয়ে Format দিয়ে দেখেত পারেন এতে কাজ না হলে infrom কইরেন

Low Level Format ট্রাই করেছি কিন্তু কোনো লাভ হয় নাই। ২য়ত Memory Card এ Write করা যাচ্ছে কিন্তু Read করা যাচ্ছে না । আর Windows দিয়ে Format করলে বলে Windows was unable to complete the format. Mustafa sharif ভাই আপনার যে সমাধান দিয়েছেন তা একটু details এ বলবেন কি ?

আপনি ফ্রেশ ইনস্টলড উইন্ডোজে এটাচ করে অটোরান না করে ফরম্যাট করে দেখুন।

Level 0

আপনি 4 GB Memory Card Pen Drive (Memory Card টি বাইরের থেকে আনানো) হিসাবে ব্যবহার করেন । আপনি কি 4 GB Memory Card টি একটি card reader এর মাধ্যমে ব্যাবহার করেন ? card reader টি কত দিন আগে কেনা ? যদি 2008 এর আগে কেনা হয় তাহলে একটি নতুন card reader
দিয়ে চেস্টা করুন ।

Level 0

pc সংযোগ দিন > properties > Tools > check now > উপরের দুটো box এ টিক চিহ্ন দিন start এ ক্লিক করুন । হয়ে গেলে formet করুন । না হলে control panel > administrative tools > computer management >Disck management >removable (H) এর ডান পাশে mc এর icon টির ওপর right click করুন formet লেখা আছে click করুন । হয়ে যাবে