আসলে টেকটিউনসের বর্তমান অবস্থা দেখে কষ্টই লাগছে। তাই একটা মুভি বিষয়ক টিউন করে ফেললাম(পুর্বে প্রকাশিত)। এতে যদি ভিজিটর আবার ফিরে আসে! 😉
আমি সব ধরনের মুভিই পছন্দ করি। তবে আজকে শুধু এ্যানিমেশন মুভি নিয়ে বলবো। একান্তই ব্যাক্তিগত পছন্দের তালিকা। তাই দয়া করে কেউ সিরিয়াসলি নিবেন না।
আমার দেখা সেরা একটা এ্যানিমেশন মুভি। যারা এ্যানিমেশন মুভি পছন্দ করেন না তাদের কাছে আমার অনুরোধ একবার হলেও এ মুভিটা দেখবেন। রোবট নিয়ে জটিল একটা কাহিনি।
এ্যানিমেশন দিয়েও যে খুব ভাল এ্যাকশন মুভি বানানো যায় তার জলন্ত প্রমান এ মুভিটি।
ইঁদুর যে মানুষের ক্ষতি করে তা ভুল প্রমানিত করে অসাধারন কাহিনী নিয়ে এ মুভিটি।
এমন যদি হয় আকাশ থেকে খাবার বৃষ্টির মত পড়ছে আর সবাই তা খোলা আকাশের নিচে বসে খাচ্ছে তাহলে কেমন হয়? এই মুভিতে এটাই ঘটেছে।
সম্পূর্ণ ভিন্নধর্মী একটা ছবি। আমার পরামর্শ থাকবে এ মুভিটা দেখার সময় সাবটাইটেল ব্যবহার করা। ঠান্ডা মেজাজে মুভিটা দেখলে নিশ্চিত ভাল লাগবে।
এছাড়াও আরও অনেক ভাল এ্যানিমেশন মুভি আছে। যেমন
ফেসবুকে ছবি দেখার জন্য একটু ঝামেলা করতে হয়। ছবিতে ক্লিক করে তারপর দেখতে হয়। 🙁 জুম করার সিস্টেম থাকলে কেমন হয়?
যদি এমন হয় ছবিতে কার্সর নিলে অটোমেটিক বড় হয়ে যাবে!
হ্যা এটা করা যাবে খুব সহজেই। এর জন্য তেমন কিছু করতে হবে না।
একটা এড-অনস ব্যবহার করলেই চলবে। 😀
মজিলার এড-অনসঃ
Facebook PhotoZoom
ক্রোমের এড-অনসঃ
Facebook Photo Zoom
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
কপিবাজ কোথাকার