টেকটিউনস পরিবারের সবাই কে আমার সালাম এবং শুভেচ্ছা ।

টেকটিউনস পরিবারের সবাই কে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি কখনো টেকটিউনস কিছু লিখিনি। আজ় ই প্রথম। এর আগে একদিন লিখতে শুরু করেছিলাম , কিন্তু তাল গোল পাকিয়ে গিয়েছিল । তারপর আমি আবার ভাল বাংলা লিখতে পারিনা। টেকটিউনস এর কথা আমি আগে জানতাম না। জেনেছি মাত্র ২ মাস হবে। এতদিন টেকটিউনস ঘাটিয়ে ঘাটিয়ে দেখেছি। আসলে আমার যে জিনিস টি সবচেয়ে ভাল লেগেছে তা হল , এই টেকটিউনস পরিবারের সবাই সবাইকে মানে একে অন্যকে এত আন্তরিক ভাবে সহযোগীতা করে, যা আমার খুবই ভাল লেগেছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমি চোখ বুঝে দেখতে পাচ্ছি আমাদের দেশ এবং আমরা অনেক অনেক দূর এগিয়ে যাবে, যা কেউ কল্পনাও করতে পারবে না

আর আমি তেমন কিছু জানিনা। তবে কিছু যদি সম্ভব হয়, তাহলে আমি কিছু কিছু টিউনস করার চেস্টা করবো।
আর কেমন করে টিউন করতে হয়, আমাকে কেউ যদি আমাকে ইমেজ টিউটরিয়াল আকারে দিতে পারেন, তাহলে আমার খুবই উপকার হত।

সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি আসিফ খান - এম ডি এইচ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টেকটিউনস পরিবারে আপনাকে স্বাগতম।

আপনাকে স্বাগতম,আশা করছি আপনি ভাল ও উন্নত মানের টিউন করবেন এবং টিউনের সংখ্যা না বাড়িয়ে মানের দিকে নজর দিবেন আপনার জন্য রইল শুভকামনা আপনি এই টিউনটি দেখতে পারেন,(https://www.techtunes.io/reports/tune-id/13305/)

আপনাকে স্বাগতম।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

স্বাগতম!
আপনি এই টিউনটি দেখতে পারেন ………. হয়তো আপনার কাজে লাগতে পারে।
https://www.techtunes.io/how-to/tune-id/27070/
ধন্যবাদ।

স্বাগতম আপনাকে।

টেকটিউন্স পরিবারে আপনাকে স্বাগতম! এই ক’দিন টেকটিউন্স বন্ধ থাকার কারণে এলেক্সা রেঙ্কিং এ এর রেঙ্কিং কমে গিয়েছে। আশা করি আপনাদের মত নতুন ভিসিটর দের মাধ্যমে টেকটিউন্স ১২,১৭১ থেকে ৫০০ এর মধ্যে এসে পড়ুক এটাই কামনা করি।
All Kind Of Software,Games,Ebook,Movie,Music,Tips & Tricks, Hacking Tips,Apps,Warez,Songs Are Available Here For 100% Free!!

টেকটিউনস এমন একটা সাইট যা শুধু ভালোই লাগে। অসাধারন সব টিউনার এতে আছে। দেখবেন আপনারো মনে লেগে থাকবে।

Level 0

( এই টেকটিউনস পরিবারের সবাই সবাইকে মানে একে অন্যকে এত আন্তরিক ভাবে সহযোগীতা করে, যা আমার খুবই ভাল লেগেছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে আমি চোখ বুঝে দেখতে পাচ্ছি আমাদের দেশ এবং আমরা অনেক অনেক দূর এগিয়ে যাবে, যা কেউ কল্পনাও করতে পারবে না )
সত্যিই তাই।
স্বাগতম আপনাকে।

Level 0

অািসফ খান – এম িড এইচ ভাই, প্রথমে ই স্বাগতম আপনাকে টেকটিউনস পরিবারে , উপরে ভাইদের সাথে এক মত. ধন্যবাদ ।
http://www.mediafire.com/?wnon0mmlijz#1
আপনার টিউন এর কাজে লাগবে,,,,,,,,,,,,,

ভাই একটি পোষ্ট দিয়েছি কিন্তু সামনের পাতায় দেখাচ্ছে না। কারণ কি!! টেকটিউনসে আমিও নতুন।