অনেক কারনে আমি ৫-৬ টা জিমেইল একাউন্ট করেছি যেমন তেমন দারুন ঝামেলাই পড়ে গেছি । তাই আমি মনে মনে ভাবছিলাম যে যদি এই রকম কোন সিস্টেম থাকে তাহলে কত ভাল হতো । তার পর আমি সেই রকম যিনিস খোজ করার জন্য গুগোল মামার কাছে সার্চ করলাম প্রথেমেই আমি একটা মজিলা ফায়ারফক্স এর জন্য একটা এড-অন পেয়ে গেলাম। এবং সেটা ফারারফক্স এ এড করে দেখি যে এটা আমার জন্য দারুন কাজের জিনিস । তাই আমি আমার কয়েকটা একাউন্ট সেট করে নিলাম। এখন আমি সম্পুর্ন ঝামেলা মুক্ত।
এই এড-অন টি দিয়ে আপনি যত খুশি ইমেইল আইডি এড করতে পারবেন এবং মেইল চেক করতে পারবেন। কোন ঝামেলা ছাড়া।
আর এই এড-অন টি যদি আপনাদের কাজে লাগে তাহলে এই লিঙ্ক থেকে এড করে নিতে পারেন বা নিচে খেয়াল করুন।
প্রথমে ফায়ারফক্স ওপেন করে মেনু বার থেকে Tools>Add-ons এ ক্লিক করুন।
এবার যে উইন্ডো টা আসবে সেখান থেকে Get Add-ons বাটন এ ক্লিক করুন। তারপর সার্চ এ Gmail Manager লিখে কিবোর্ড থেকে Enter বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার সামনে অনেক Add-ons হাজির হবে। এবার আপনি সেখান্ থেকে Gmail manager নির্বাচন করে Add To Firefox… এ ক্লিক করুন।
এবারাও আপনি একটা নতুন উইন্ডো পাবেন সেখান থেকে Install বাটনে ক্লিক করুন (১০-১৫ সেকেন্ড অপেক্ষা করতে হত পারে)
এবার আবার আগের উইন্ডো তে ফেরত যাবে এবং সেখানে Installation নামে একটা নতুন বাটন পাবেন সেখানে ক্লিক করে দেখতে পারেন যে Install হচ্ছে কি না।
ইন্সটল কমপ্লিট হয়ে যাবার পর Restart Firefox বাটনে ক্লিক করে ফায়ারফক্স Restart করুন।
ফায়ারফক্স ওপেন করুন এবং মেনুবার Tools>Add-ons ক্লিক করুন। সেখান থেকে Extensions বাটনে ক্লিক করেলে Gmail Manager দেখতে পাবেন। এখন Gmail Manager সিলেক্ট করে Option বাটনে ক্লিক করুন।
এবার General থেকে Automatically Login to all accounts at startup এ টিক দিয়ে দিন। (এখানে টিক দিলে আপনি যখন ফায়ার ফক্স ওপেন করবেন তখন আপনাকে আর ঝামেলা করে সাইন ইন করতে হবেনা)
Accounts এ ক্লিক করে Add… বাটনে ক্লিক করুন এখন Gmail Manager Account নামের একটা উইন্ডো আসবে।
এখন Ok বাটনে ক্লিক করুন ব্যাস এবাবে আপনার যত ইমেইল আইডি আছে সব গুলো কে একই ভাবে এড করুন। তারপর ওকে বাটনে ক্লক করুন।
নটিফাই দেখার জন্য ফায়ারফক্স এ নিচের দিকে খেয়াল করুন।
নতুন ইমেইল চেক করার জন্য আপনি আপনার ইমেইল আইডির উপর মাউস দিয়ে রাইট ক্লিক করে Check All Accounts এ ক্লিক করুন। যদি নতুন ইমেইল আসলে জিমেল বাটন টা নিল হয়ে যাবে।
আমার কথাঃ ভাল লাগবে আর আমার ভুল হলে মন্ত্যের মাধ্যমে জানাবেন।
টিউন টি দেখতে সমস্যা হলে এখানে ক্লিক করুন
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা কি নিরাপদ?
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত